হোম > বিশ্ব

রাশিয়া-ইউক্রেনের মধ্যে এক হাজারের বেশি যুদ্ধবন্দি বিনিময়

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

রাশিয়া বুধবার ঘোষণা করেছে, ইস্তাম্বুলে সম্পাদিত চুক্তির আওতায় মস্কো ও কিয়েভ আরেক দফা যুদ্ধবন্দী বিনিময় করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একদল সেনা ইউক্রেন থেকে ফিরে এসেছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মন্ত্রণালয় জানিয়েছে গত ২ জুলাই ইস্তাম্বুলে সম্পাদিত চুক্তি অনুসারে বুধবার (২৩ জুলাই), ইউক্রেন থেকে একদল রাশিয়ান সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে, ইউক্রেননের সশস্ত্র বাহিনীর বন্দীদের একটি দলকে দেশে ফেরত পাঠায় রাশিয়া।

মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা রাশিয়ার সেনারা বর্তমানে প্রতিবেশী বেলারুশের ভূখণ্ডে রয়েছেন। যেখানে তারা প্রয়োজনীয় মানসিক ও চিকিৎসা সহায়তা পাচ্ছেন। পরবর্তীতে তাদের রাশিয়ার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

বিনিময়ে ইউক্রেনের যুদ্ধবন্দীদের একটি দলকে কিয়েভে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইস্তাম্বুলে দেশ দু’টির মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনার পর ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, উভয় পক্ষের ২৫০ জন করে বন্দি বিনিময় করা হয়েছে। এইভাবে, অন্তত এক হাজার ২০০ জনের আরেক দফা বন্দি বিনিময়ও সম্পন্ন হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানবিক পদক্ষেপের মাধ্যমে এক হাজারের বেশি সেনাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি আরো বলেন, সেনারা চিকিৎসা সেবার পাশাপাশি মানসিক পুনর্বাসনও পাবে।

আরএ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই

সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে ২০০ আইএস যোদ্ধা

সৌদি আরবে কর্মী নিয়োগে নতুন নিয়ম

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা