রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা মঙ্গলবার ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে। আগামী ৪-৫ ডিসেম্বর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরের ঠিক আগেই এই পদক্ষেপ নেওয়া হয়।
ভারত ও রাশিয়ার সরকারের মধ্যে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট চুক্তিটি গত সপ্তাহে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের দ্বারা অনুমোদনের জন্য দুমায় পাঠানো হয়।
প্লেনারি অধিবেশনে দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বলেন, "ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত ও সর্বাঙ্গীন। আমরা এটি গুরুত্ব দিয়ে দেখি। আজকের এই অনুমোদন পারস্পরিক সহযোগিতার দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আমাদের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।"
এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনীর টুকরো টুকরো বাহিনী, যুদ্ধজাহাজ ও সামরিক বিমান পরস্পরের দেশে যাওয়া-আসার প্রক্রিয়া এবং তাদের লজিস্টিক সহায়তার নিয়মাবলি নির্ধারিত হবে। শুধু সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোই নয়, তাদের সব ধরনের লজিস্টিক ব্যবস্থাপনাও এই চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।
এটি যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ-পরবর্তী সহায়তাসহ বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য হবে।
দুমার ওয়েবসাইটে প্রকাশিত এক নোটে রাশিয়ার মন্ত্রিসভা জানিয়েছে, চুক্তিটি অনুমোদনের ফলে দুই দেশের আকাশসীমা ব্যবহার সহজ হবে এবং ভারতীয় ও রুশ যুদ্ধজাহাজের পারস্পরিক বন্দর ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে।
মন্ত্রিসভা আরও জানায়, এই চুক্তি দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
সূত্র: এনডিটিভি
এসআর