ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর-পশ্চিমে আইন আয়িউব এলাকায় অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর ও অভিযান চালায়। এতে ৩০টি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ হয়েছে।
সোমবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আল-জাহালিন বেদুইন সম্প্রদায়ের এসব পরিবারকে ঘরবাড়ি ভেঙে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বসতি স্থাপনকারীরা ঘরে আগুন দেওয়া, পশু বিষ প্রয়োগ, নারী-শিশুকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা হয়রানি চালিয়েছে। স্থানীয় অধিকারকর্মীরা এটিকে ‘সিস্টেমেটিক জোরপূর্বক উচ্ছেদ’ হিসেবে অভিহিত করেছেন।
আল-বায়দারের জেনারেল সুপারভাইজার হাসান ম্লেহাত আনাদোলুকে বলেছেন, স্থানান্তর পরিকল্পনায় ৩০টি পরিবারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে যার প্রতিটিতে কয়েক ডজন লোক রয়েছে।
রোববার সন্ধ্যায়, ইসরাইলি সেনাবাহিনী আইন আইয়ুবকে একটি বন্ধ সামরিক অঞ্চল ঘোষণা করে এবং বিদেশি কর্মী সহ অনাবাসীদের প্রবেশ নিষিদ্ধ করে।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ ও সামরিক অভিযান বেড়েছে, যার ফলে বহু ফিলিস্তিনি গ্রামীণ সম্প্রদায় উচ্ছেদের মুখে পড়ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা কমপক্ষে ১,০১৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭,০০০ এরও বেশি আহত হয়েছেন।
গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।