হোম > বিশ্ব

কৌশলগত অংশীদারিত্ব জোরদারে আগ্রহী তুরস্ক-দক্ষিণ কোরিয়া

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদারের বিষয়ে আশা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সাথে টেলিফোন আলাপে তিনি এ আশাবাদ জানান। খবর সংবাদ মাধ্যম ইয়েনি সাফাকের।

টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লি-কে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। আগামীতে তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের জন্য যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রকাশ করেন তিনি।

এরদোয়ান পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রতিরক্ষা শিল্পসহ আরো অনেক ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার ওপরও জোর দেন।

এরদোয়ান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এছাড়া, বৃহস্পতিবার সিরিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র সাথেও টেলিফোনে কথা বলেছেন এরদোয়ান।

এ সময় তিনি বলেন, ‘ইসরাইলের আগ্রাসন পুরো অঞ্চলের জন্য হুমকিস্বরূপ।’

তিনি বলেন, তুরস্ক আগের মতোই সিরিয়ার জনগণকে সমর্থন করে যাবে।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আল-শারা সিরিয়ার রাজনৈতিক ঐক্য রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা এবং এর সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে আঙ্কারার সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরএ

ইরানের রেভল্যুশনারি গার্ডকে অর্থ জোগানের অভিযোগ বিএটির বিরুদ্ধে মামলা

আদানির সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তান সেনাবাহিনী

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী