হোম > বিশ্ব

আঞ্চলিক শান্তি নিশ্চিতের প্রতিশ্রুতি এরদোয়ানের

আমার দেশ অনলাইন

অঞ্চলজুড়ে শান্তি নিশ্চিতের লক্ষ্যে সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, প্রথমে দেশটিকে “সন্ত্রাসমুক্ত” করে তারপর পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য ধরা হয়েছে।

শনিবার তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম হুররিয়েত ডেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ আতাতুর্ক বিমানবন্দরের নতুন “জনতার উদ্যান” উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিয়ে এরদোয়ান বলেন, “এক বছরের মধ্যে আমরা সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। মাঠের পরিস্থিতি আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।”

তিনি সম্প্রতি “পিপলস ইক্যুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (DEM)” দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককে ভবিষ্যতের জন্য “গঠনমূলক ও আশাব্যঞ্জক” হিসেবে বর্ণনা করেছেন। এরদোয়ান বলেন,

“প্রথমে সন্ত্রাসমুক্ত তুরস্ক, তারপর, যদি আল্লাহ চায়, আমরা পৌঁছাবো সন্ত্রাসমুক্ত অঞ্চলের লক্ষ্যে।”

তিনি তুর্কি নাগরিকদের একতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমরা এক হবো, আমরা একসাথে থাকবো, আমরা সবাই মিলে তুরস্ক হবো।”

ইস্তানবুলের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, শহরটি “আমাদের চোখের মণি” এবং এটি যেন “অন্য কোনো অন্তর্বর্তী সময়ের শিকার” না হয় তা তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

উচ্চ ভাড়া ও বাসস্থান সমস্যা সমাধানে এরদোয়ান বলেন, “নিম্ন আয়ের নাগরিকদের জন্য সামাজিক আবাসন দ্রুত তৈরি করা হবে।” তিনি নগর পুনর্গঠনকে জরুরি উল্লেখ করে রাষ্ট্র, পৌরসভা ও নাগরিকদের মধ্যে সহযোগিতার আহ্বান জানান।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা