গাজায় নতুন করে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হচ্ছে।
ইসরাইলের দাবি, দক্ষিণ রাফাহ এলাকায় মিশর সীমান্তের কাছে হামাস যোদ্ধারা তাদের চার সেনাকে লক্ষ্য করে আক্রমণ চালানোর পর তারা পাল্টা অভিযান চালায়। খবর আল জাজিরার।
মেডিকেল সূত্র জানায়, গাজা সিটির উত্তরাংশের জেইতুন এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন। আর দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি ক্যাম্পে বোমাবর্ষণে আরও পাঁচজন প্রাণ হারান।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আল-মাওয়াসিতে হামলার পর কয়েকটি তাবুতে আগুন ধরে যায় এবং পুড়ে যায়। এতে দুই শিশুসহ পাঁচজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কুয়েতি হাসপাতাল জানিয়েছে, নিহত শিশুদের বয়স ছিল আট ও দশ বছর।
এ ঘটনায় মোট ৩২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, অনেক আহত ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ। হামাস এই হামলাকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়ে মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রকে ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে।
গাজার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ৫৯১ বার চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে কমপক্ষে ৩৬০ ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছেন।