হোম > বিশ্ব

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আমার দেশ অনলাইন

ভিয়েতনামে টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। শনিবারও উদ্ধারকর্মীরা নিখোঁজ আরও এক ডজনের বেশি মানুষকে খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ-মধ্য অঞ্চলে অবিরাম বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ অনেক ঐতিহাসিক স্থাপনা পানিতে তলিয়ে গেছে। উপকূলীয় নাহা ট্রাং শহর পুরোপুরি প্লাবিত হয়েছে, আর দা লাটের পার্বত্য এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

পরিবেশ মন্ত্রণালয়ের শনিবারের বিবৃতিতে জানানো হয়, গত রোববার থেকে ছয়টি প্রদেশে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন এবং ১৩ জন এখনো নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি ডাক লাক প্রদেশে দুই ডজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার পানি কিছুটা নামতে শুরু করায় উদ্ধারকাজ জোরদার করা হয়েছে এবং গাছ কিংবা বাড়ির ছাদে আটকে থাকা বহু মানুষকে উদ্ধার করা হচ্ছে।

পরিবেশ মন্ত্রণালয় আরও জানায়, শনিবার পর্যন্ত বেশ কয়েকটি মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে। শুরুতে বিদ্যুৎ বিভ্রাটে প্রভাবিত হয়েছিল ১০ লাখেরও বেশি মানুষ।

জাতীয় পরিসংখ্যান কার্যালয় জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং ক্ষতির পরিমাণ ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সাধারণত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভিয়েতনামে প্রবল বর্ষণ হয়। বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও আরও বিধ্বংসী রূপ নিচ্ছে।

এসআর

এবার চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা দিলো সিঙ্গাপুর

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

নাইজেরিয়ায় ২ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ

আমাকে ফ্যাসিস্ট বললেও সমস্যা নেই, মামদানিকে ট্রাম্প

ভারতে গরুর মাংস খাওয়ায় হত্যা, মামলা প্রত্যাহারে সরকারের চাপ

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল আম্বানির রিলায়েন্স

ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ১০ কোটি টাকা লুট

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো আছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

কলম্বিয়ায় ১৪ টন কোকেনের চালান জব্দ

শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে ট্রাম্পের আল্টিমেটাম