রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজার বাসিন্দারা বের হতে পারবেন, তবে ফিরে আসতে পারবেন না, ইসরাইলের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে আট মুসলিম দেশ। শনিবার মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের যেকোনো পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। খবর আল জাজিরার।
ইসরাইলের এ ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন। বুধবার ইসরাইল জানায়, মিশরের সঙ্গে সমন্বয় করে ইসরাইলি ‘নিরাপত্তা অনুমোদন’ নিয়ে গাজার বাসিন্দাদের জন্য একমুখী ক্রসিংয়ের অনুমতি দেয়া হবে।
আট মুসলিম দেশের বিবৃতিতে, ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার যেকোনো প্রচেষ্টার প্রত্যাখ্যান করা হয়। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা পুরোপুরি মেনে চলতে ইসরাইলের প্রতি আহ্বান জানায় দেশগুলো। ২০ দফা পরিকল্পনায় রাফাহ ক্রসিং উভয় দিকেই খোলার কথা বলা হয়েছে।
বিবৃতিতে, আন্তর্জাতিক বৈধতা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক এবং টেকসই শান্তি অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষের সঙ্গে কাজ করার জন্য তাদের দেশগুলোর প্রস্তুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
ট্রাম্পের পরিকল্পনার অধীনে ১০ অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরাইলি কর্তৃপক্ষ রাফাহ ক্রসিং বন্ধ রেখেছে।
আরএ