হোম > বিশ্ব

নববর্ষে মুদ্রা পরিবর্তন করল ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ

আমার দেশ অনলাইন

নতুন বছরের প্রথম দিনেই ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ বুলগেরিয়া ইউরোজোনের ২১তম সদস্য হিসেবে যোগ দিয়েছে। এর ফলে প্রায় দেড় শতাব্দী পর দেশটি তার নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো চালু করেছে। ১৮৮১ সালে লেভ প্রবর্তনের পর ১৪৫ বছর ধরে এই মুদ্রাই বুলগেরিয়ার অর্থনীতির চালিকাশক্তি ছিল।

আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তকে শুধু একটি মুদ্রা বদল হিসেবে নয়, বরং অর্থনৈতিক ও ভূরাজনৈতিক দিক থেকে একটি বড় রূপান্তর হিসেবে দেখা হচ্ছে। বুলগেরিয়া ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেন অঞ্চলে যোগ দেওয়ার পর ইউরো গ্রহণের মাধ্যমে আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করল।

বিশ্লেষকেরা বলছেন, ইউরো গ্রহণের মাধ্যমে বুলগেরিয়া বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। দেশটির শহরকেন্দ্রিক, তরুণ ও উদ্যোক্তা জনগণ এই পরিবর্তনকে একটি নতুন সম্ভাবনা হিসেবে দেখছে।

তবে, গ্রামীণ, বয়স্ক ও রক্ষণশীল জনগণের মধ্যে জাতীয় মুদ্রা লেভ হারানোর বিষয়ে আতঙ্ক ও ক্ষোভ রয়েছে। জনমত জরিপে দেখা গেছে, ৬৫ লাখ জনসংখ্যার দেশটিতে ইউরো গ্রহণের পক্ষে এবং বিপক্ষে মতামত প্রায় সমান।

রাজনৈতিক অস্থিরতা এই রূপান্তরকে আরও জটিল করে তুলছে। গত ১১ ডিসেম্বর ২০২৬ সালের বাজেটের বিরুদ্ধে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভের জোট সরকার আস্থা ভোটে পরাজিত হয়। গত চার বছরে বুলগেরিয়ায় সাতটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আগামী বছরের শুরুতে অষ্টম নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

ইউরো গ্রহণের পেছনে অন্যতম কারণ হিসেবে ইউরোপীয় মূলধারার সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক স্থাপন এবং রাশিয়ার প্রভাব থেকে মুক্ত থাকা কৌশলকেও তুলে ধরা হচ্ছে। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার প্রায় দুই দশক পর এবার বুলগেরিয়া পূর্ণাঙ্গভাবে ইউরোজোনে প্রবেশ করেছে।

সূত্র: বিবিসি বাংলা

এসআর/এসআই

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়াকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা

ঘাঁটি স্থাপনের বিনিময়ে সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি

ইরানে আবারও হামলা করা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর আলোচনা

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তান-সৌদি আরবের

পশ্চিম তীরে ফের অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

চতুর্থ দিনে ইরানের বিক্ষোভ, ছড়াচ্ছে নতুন নতুন শহরে

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল

বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জোরালো সংগ্রামে তুরস্ক

ইউক্রেন যুদ্ধে বিজয়ের আশাবাদী পুতিন