হোম > বিশ্ব

ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: যুক্ত হতে পারে যেসব দেশ

আমার দেশ অনলাইন

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েম। ছবি: ইপিএ

যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার (ট্রাভেল ব্যান) আওতাভুক্ত দেশের তালিকা আরও বিস্তৃত করতে যাচ্ছে। নতুন তালিকায় ৩০টিরও বেশি দেশ যুক্ত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা (হোমল্যান্ড সিকিউরিটি) মন্ত্রী ক্রিস্টি নোয়েম।

ফক্স নিউজের “দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল” অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়েমকে জিজ্ঞেস করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি তালিকার দেশসংখ্যা ৩২-এ উন্নীত করতে যাচ্ছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংখ্যা নির্দিষ্ট করে বলব না, তবে এটা ৩০–এর বেশি। প্রেসিডেন্ট এখনও বিভিন্ন দেশ মূল্যায়ন করছেন।”

ট্রাম্পের পূর্বের আদেশ: ১২ দেশে সরাসরি নিষেধাজ্ঞা, ৭ দেশে সীমিত প্রবেশ

গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও ৭টি দেশের নাগরিকদের উপর আংশিক ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেন।

এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়—ইমিগ্র্যান্ট ভিসা ও নন-ইমিগ্র্যান্ট ভিসায় (পর্যটক, ব্যবসা, শিক্ষার্থী)। প্রশাসনের যুক্তি—বিদেশি সন্ত্রাসী ও নিরাপত্তা হুমকি থেকে দেশকে সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ নেওয়া।

নতুন তালিকায় কোন দেশগুলো থাকতে পারে?

নোয়েম কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে তিনি ইঙ্গিত দেন যে—“যেসব দেশের সরকার স্থিতিশীল নয়, যাদের নাগরিকদের পরিচয় যাচাই করা কঠিন, এবং যারা যুক্তরাষ্ট্রকে ভেটিংয়ে সহযোগিতা করতে পারে না—সেসব দেশ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না।” এর আগে রয়টার্স জানিয়েছিল—একটি অভ্যন্তরীণ স্টেট ডিপার্টমেন্ট নথিতে ৩৬টি নতুন দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব ছিল।

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্য হত্যাকাণ্ডের পর নীতির আরও কঠোরতা

গত সপ্তাহে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন। অভিযুক্ত হামলাকারী একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালে একটি রিসেটলমেন্ট প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ট্রাম্প প্রশাসন দাবি করছে—এ ধরনের কর্মসূচিতে পর্যাপ্ত ভেটিং হয়নি। ঘটনার পর ট্রাম্প ঘোষণা করেন—“সমস্ত ‘তৃতীয় বিশ্বের’ দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে।” তবে তিনি নির্দিষ্ট কোনো দেশকে উল্লেখ করেননি।

অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের অংশ এ উদ্যোগ

জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছেন। বড় শহরগুলোতে ফেডারেল এজেন্ট মোতায়েন; মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো; বাইডেন আমলে অনুমোদিত আশ্রয় মামলা পুনরায় পর্যালোচনা; ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ইস্যু পুনর্মূল্যায়ন।

এবার ভ্রমণ নিষেধাজ্ঞায় বড় ধরনের সম্প্রসারণ সেই নীতিরই অংশ, যা আইনি অভিবাসনকেও উল্লেখযোগ্যভাবে পুনর্গঠন করতে পারে।

সূত্র: রয়টার্স

এসআর

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৩ বিলিয়ন ডলার আমানত

গাজায় নিহত কে এই ইসরাইলি ‘দোসর’ আবু শাবাব?

কলকাতায় ৫ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, বিপাকে পাকিস্তানি ট্রাক চালকরা

ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না তার বোন

পুতিনকে গীতা উপহার দিলেন মোদি

ভারতে ইন্ডিগোর শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তি চরমে

যুক্তরাজ্যে পাকিস্তান-বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা কেন?

ভেনেজুয়েলায় ফ্লাইট চলাচল বন্ধ করল সব বিদেশি এয়ারলাইন্স

তেল ও অস্ত্র বেচতে দিল্লিতে পুতিন