হোম > বিশ্ব

ন্যাটো সদস্য দেশে রাশিয়ার হামলার আশঙ্কা মহাসচিব রুতের

আমার দেশ অনলাইন

ন্যাটোর মহাসচিব মার্ক রুতে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যেই জোটের কোনো সদস্য রাষ্ট্রে হামলা চালাতে পারে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জার্মানিতে এক বক্তব্যে তিনি বলেন, রাশিয়া ইতিমধ্যে ন্যাটোর বিরুদ্ধে গোপন অভিযান বাড়িয়ে দিয়েছে এবং এমন এক ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, যা অতীত প্রজন্মও মোকাবিলা করেছে।

এই সতর্কবার্তা এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই—তবে ইউরোপ যদি সংঘাত শুরু করে, রাশিয়া প্রস্তুত। খবর বিবিসির।

যদিও ইউক্রেনে ২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর আগেও পুতিন একই ধরনের আশ্বাস দিয়েছিলেন, তাই তাঁর মন্তব্য ইউরোপীয় নেতাদের উদ্বেগ কমাতে পারছে না। বরং পুতিন অভিযোগ তুলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রচেষ্টায় ইউরোপীয় দেশগুলো বাধা দিচ্ছে। শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তাবে ইউক্রেনের মিত্রদের সংশোধনী আনার চেষ্টার দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

কূটনৈতিক মহলের ধারণা, ট্রাম্পের মধ্যস্থতা সত্ত্বেও বর্তমান আলোচনাগুলো শেষ পর্যন্ত রাশিয়ার স্বার্থেই বেশি সুবিধা আনতে পারে। এ কারণে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থানকে সমর্থন করে প্রস্তাবগুলোর সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন।

এসআর

রাশিয়ার তেল কিনতে ভারতের নতুন কৌশল

শুল্ক কমাতে বারবার ট্রাম্পের কাছে ধরনা দিচ্ছেন মোদি

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখলের দাবি রাশিয়ার

পাকিস্তানের সঙ্গে বিকল্প ব্যাংকিং চ্যানেল খুঁজছে রাশিয়া

‘ধুরন্ধর’ছবির মুক্তি, ফের শুরু ভারত-পাকিস্তান বিতর্ক

কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার হবে না

আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক

তালেবান থেকে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতা করবে ইরান

ভেনেজুয়েলার উপকূল থেকে জব্দকৃত ট্যাংকার বন্দরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র