ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়ায় নোবেল কমিটির বিরুদ্ধে মামলা করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মামলায় মাচাদোকে অর্থ প্রদান বন্ধ করার দাবি জানানো হয়েছে। অ্যাসাঞ্জের যুক্তি, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতি মাচাদোর সমর্থন-শান্তি পুরস্কারের মূল নীতির পরিপন্থি। খবর এনডিটিভির।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইউকিলিকস জানায়, অ্যাসাঞ্জ নোবেল ফাউন্ডেশনকে পুরস্কার হিসেবে মাচাদো যে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ পেতে যাচ্ছেন, তা বন্ধ করতে করতে চাইছেন।
আলফ্রেড নোবেলের উইলের কথা উল্লেখ করে আবেদনে অ্যাসাঞ্জ জানান, উইল অনুযায়ী শান্তি পুরস্কার কেবলমাত্র সেই ব্যক্তিদের দেয়া উচিত যারা ‘জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন, স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি বা হ্রাসের জন্য এবং শান্তি সম্মেলন আয়োজন ও প্রচার এবং মানবজাতির জন্য সর্বোত্তম কাজ করেছেন।
সম্প্রতি অ্যাসাঞ্জ টেলিভিশন সাক্ষাৎকারে মাচাদোর মন্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, তিনি সেই মানদণ্ড পূরণ করেন না। রোববার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে মাচাদো ভেনেজুয়েলার প্রতি ট্রাম্পের কঠোর নীতির প্রতি সমর্থন জানান, যার মধ্যে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা এবং তেল ট্যাঙ্কার জব্দ করা।
অ্যাসাঞ্জের অভিযোগে দাবি করা হয়েছে, ‘শান্তি প্রচারের জন্য আলফ্রেড নোবেলের দান যুদ্ধের প্রচারে ব্যয় করা যাবে না।’ অ্যাসাঞ্জ বলেন, ‘মাচাদো ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনকে উস্কে দিচ্ছেন।’
আরএ