হোম > বিশ্ব

নোবেল কমিটির বিরুদ্ধে অ্যাসাঞ্জের মামলা

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়ায় নোবেল কমিটির বিরুদ্ধে মামলা করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মামলায় মাচাদোকে অর্থ প্রদান বন্ধ করার দাবি জানানো হয়েছে। অ্যাসাঞ্জের যুক্তি, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতি মাচাদোর সমর্থন-শান্তি পুরস্কারের মূল নীতির পরিপন্থি। খবর এনডিটিভির।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইউকিলিকস জানায়, অ্যাসাঞ্জ নোবেল ফাউন্ডেশনকে পুরস্কার হিসেবে মাচাদো যে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ পেতে যাচ্ছেন, তা বন্ধ করতে করতে চাইছেন।

আলফ্রেড নোবেলের উইলের কথা উল্লেখ করে আবেদনে অ্যাসাঞ্জ জানান, উইল অনুযায়ী শান্তি পুরস্কার কেবলমাত্র সেই ব্যক্তিদের দেয়া উচিত যারা ‘জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন, স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি বা হ্রাসের জন্য এবং শান্তি সম্মেলন আয়োজন ও প্রচার এবং মানবজাতির জন্য সর্বোত্তম কাজ করেছেন।

সম্প্রতি অ্যাসাঞ্জ টেলিভিশন সাক্ষাৎকারে মাচাদোর মন্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, তিনি সেই মানদণ্ড পূরণ করেন না। রোববার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে মাচাদো ভেনেজুয়েলার প্রতি ট্রাম্পের কঠোর নীতির প্রতি সমর্থন জানান, যার মধ্যে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা এবং তেল ট্যাঙ্কার জব্দ করা।

অ্যাসাঞ্জের অভিযোগে দাবি করা হয়েছে, ‘শান্তি প্রচারের জন্য আলফ্রেড নোবেলের দান যুদ্ধের প্রচারে ব্যয় করা যাবে না।’ অ্যাসাঞ্জ বলেন, ‘মাচাদো ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনকে উস্কে দিচ্ছেন।’

আরএ

হরমুজ দ্বীপে বৃষ্টির পর রক্তলাল হলো মাটি ও সমুদ্রের পানি

১২৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর পার করেছে আর্কটিক

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

বন্ডির ঘটনার পর অস্ট্রেলিয়ায় ঘৃণামূলক বক্তব্যে কড়াকড়ি

বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই, কেন এই ঊর্ধ্বগতি

যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি, ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ইরান

জন্মহার বাড়াতে চীনে নেওয়া হচ্ছে অভিনব সব উদ্যোগ

প্রবাসী শ্রমিকদের বড় সুসংবাদ দিলো সৌদি আরব

বসতি স্থাপনকারীদের ২৬০ হামলা: নিরাপত্তা পরিষদে ইউরোপের নিন্দা