হোম > বিশ্ব

১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করলো যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ- দ্য প্রিন্স গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেন ঝি যুক্তরাজ্য ও কম্বোডিয়ার নাগরিক। মঙ্গলবার তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্র ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে মি. চেনের ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা চেন ঝির মালিকানাধীন নেটওয়ার্কের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে লন্ডনে ১৯টি সম্পদ জব্দ হয়েছে, যার মধ্যে একটির মূল্য প্রায় ১৩৩ মিলিয়ন ডলার।

এ বিষয়ে মন্তব্য পেতে প্রিন্স গ্রুপের সাথে যোগাযোগ করেছে। মি. চেন এখন পলাতক।

যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে, এটিই ইতিহাসের সবচেয়ে বড় বিটকয়েন জব্দের ঘটনা। এতে ১ লাখ ২৭ হাজার ২৭১টি বিটকয়েন জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। বাস্তবে এর অস্তিত্ব নেই। ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে যেটি চাইলে কেনা যায়।

২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। এই ভার্চুয়াল মুদ্রাকে বলা হয় বিটকয়েন।

সূত্র: বিবিসি

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার

শান্তির জন্য ইসরাইল সরকারের পুনর্গঠন প্রয়োজন

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শিগগিরই শুরু: নেতানিয়াহু

ইউক্রেন, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে সোমবার ম্যাক্রোঁর বৈঠক

চীন-জাপানের যুদ্ধবিমান সংঘর্ষে নতুন উত্তেজনা

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ইউক্রেন শান্তিচুক্তি ‘শেষ ধাপে’: মার্কিন দূত

বেনিনে সামরিক অভ্যুত্থান, সরকার বিলুপ্ত ঘোষণা

মাদুরোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বললেন এরদোয়ান