হোম > বিশ্ব

মিশরে প্রেসিডেন্টের ক্ষমায় এক হাজারের বেশি বন্দির মুক্তি

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

প্রেসিডেন্টের ক্ষমার আওতায় এক হাজার ৫৬ বন্দীকে মুক্তি দিয়েছে মিশর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ক্ষমার শর্ত পুরণ হওয়ায় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি তাদের অবশিষ্ট সাজা মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে। ১৯৫২ সালের জুলাই বিপ্লবের ৭৩তম বার্ষিকি উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হয়। ওই বিপ্লবে মিশরে রাজতন্ত্রের পতন হয়।

মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্টের ক্ষমার অধীনে কারা মুক্তি পাওয়ার যোগ্য তা নির্ধারণ করতে সারাদেশে বন্দিদের নথিপত্র পরীক্ষা করার জন্য পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

কমিটিগুলো এক হাজার ৫৬ বন্দিকে আগাম মুক্তির জন্য যোগ্য হিসেবে বিবেচনা করে। তবে যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মন্ত্রণালয় মিশরে মোট বন্দির সংখ্যা প্রকাশ করেনি। বন্দিদের জন্য প্রেসিডেন্টের ক্ষমা পর্যায়ক্রমে জারি করা হয়।

১৯৫২ সালের ২৩শে জুলাই সংঘটিত অভ্যুত্থান জুলাই বিপ্লব নামে পরিচিতি। এই বিপ্লব মিশর ও সুদানের রাজতন্ত্রের পতন ঘটায় এবং মিশরকে প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। এই বিপ্লব ‘ফ্রি অফিসার্স মুভমেন্ট’ নামে পরিচিত একটি সামরিক দলের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। যাদের মধ্যে ছিলেন মুহাম্মদ নাগিব এবং জামাল আবদেল নাসের।

আরএ

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান