আসছে ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে—এ বিষয়ে ধারণা দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ২০ মার্চ, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।
তিনি বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার আকাশে দেখা দিতে পারে, যদিও সেদিন সন্ধ্যায় চাঁদ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এ কারণে রোজা শুরুর সম্ভাব্য দিন হিসেবে ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, রমজান ৩০ দিন চলার সম্ভাবনা প্রবল, আর সে ক্ষেত্রে রমজানের শেষ দিনটিও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী যদি রোজা পূর্ণ ৩০ দিন হয়, তাহলে আমিরাতে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন দেশটির কর্মজীবীরা। ছুটি শেষে ২৩ মার্চ, সোমবার থেকে আবার স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে ভিত্তি করে এই পূর্বাভাস দেওয়া হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।
নির্ধারিত সময়ে চাঁদ দেখার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ঘোষিত হবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতরের সঠিক তারিখ। মুসলিম বিশ্বের অন্যতম বড় এই উৎসবকে সামনে রেখে আমিরাতে ইতোমধ্যে পরিকল্পনা–প্রস্তুতির আলোচনা শুরু হয়ে গেছে, কারণ রোজা শেষে ঈদের দিনটি আসে মিলন, আনন্দ, দান-সদকা আর পারিবারিক উৎসবের আবহ নিয়ে।
সূত্র: গালফ নিউজ।