মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মুসলিম ব্রাদারহুডকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। এ বিষয়ে নথিপত্র চূড়ান্ত করা হচ্ছে বলে জানান তিনি। এরআগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট মুসলিম ব্রাদারহুড ও কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসকে ‘বিদেশী সন্ত্রাসী এবং আন্তর্জাতিক অপরাধী সংগঠন’ হিসেবে ঘোষণা করেন। খবর মিডল ইস্ট মনিটরের।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস যুক্তরাষ্ট্রের স্ব-ঘোষিত বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী। অ্যাবট ‘শরিয়া আদালত’ তদন্তেরও নির্দেশ দিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় মার্কিন মুসলিম সংগঠনগুলো বৃহস্পতিবার অ্যাবট এবং টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের আইন বিষয়ক পরিচালক লেনা মাসরি বলেন, ‘গত তিনবার গ্রেগ অ্যাবটের বিরুদ্ধে তারা সফলভাবে মামলা পরিচালনা করেছেন এবং তাকে পরাজিত করেছেন।’
সংগঠনটি জানিয়েছে, তারা কট্টর ইসরাইলপন্থিদের অপপ্রচারে ভয় পেয়ে পিছিয়ে আসবে না।
প্রায় একশ বছর আগে মিশরে প্রতিষ্ঠিত হয় মুসলিম ব্রাদারহুড। এরপর বিভিন্ন দেশে শাখা, দল এবং সহযোগী সংগঠনের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়।
রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের রাজনীতিবিদরাই মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করতে পররাষ্ট্র দপ্তরকে চাপ দিচ্ছে। এরআগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগস্টে বলেছিলেন, ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির কাজ কাজ চলছে।
আরএ