হোম > বিশ্ব

‘ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি’

আমার দেশ অনলাইন

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আক্তুর্ক মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন।

তুরস্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পুনরায় জোর দিয়ে বলেছে, ইসরাইলের আঞ্চলিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আক্তুর্ক বৃহস্পতিবার একটি সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, ইসরাইল অব্যাহতভাবে দখলকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং সিরিয়া ও লেবাননকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে সম্প্রসারণমূলক নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, “আমরা আবারও বলছি যে, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ, দৃঢ় এবং কার্যকর ইচ্ছা প্রদর্শন করে ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।” আক্তুর্ক জরুরি মানবিক সহায়তার নিরাপদ ও অব্যাহত সরবরাহ, গাজায় প্রয়োজনীয় নাগরিক সাহায্য পৌঁছে দেওয়া এবং তৎক্ষণাৎ যুদ্ধবিরতির শর্তাবলীর পূর্ণ বাস্তবায়নের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন। তিনি বলেন, এগুলো নিশ্চিত করা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

তুরস্কের ন্যাটো ভূমিকা নিয়ে আক্তুর্ক বলেন, দেশটি ১৯৫২ সাল থেকে ন্যাটোর সক্রিয় সদস্য হিসেবে সমস্ত দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করে আসছে। তিনি আরও জানান, তুরস্কের সক্রিয় কূটনীতি এবং বহুমাত্রিক সামরিক সক্ষমতার ফলে ন্যাটো নেতৃবৃন্দের সামিট ২০২৬ সালের জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত হবে।

সামিটের কর্মসূচিতে একটি প্রতিরক্ষা শিল্প ফোরাম এবং ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকও অন্তর্ভুক্ত থাকবে। ২০২৬ সালে আরও দুটি উচ্চ-প্রোফাইল ন্যাটো ইভেন্ট তুরস্কে অনুষ্ঠিত হবে। ইস্তাম্বুলে সেপ্টেম্বর মাসে ন্যাটো কমিউনিকেটর্স কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে যোগাযোগ কৌশল এবং কৌশলগত যোগাযোগের উদ্ভাবন নিয়ে আলোচনা হবে। এছাড়া নভেম্বরে ইজমিরে ন্যাটো ইডিজিএ-এর তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, কমান্ড-এন্ড-কন্ট্রোল সিস্টেম এবং ডেটা শেয়ারিং প্রযুক্তি নিয়ে আলাপ হবে।

আক্তুর্ক আরও জানান, তুর্কি সশস্ত্র বাহিনী (টিএএফ) তাদের প্রশিক্ষণ এবং ব্যায়াম কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, পোল্যান্ডে অনুষ্ঠিত লয়াল ডলোস ন্যাটো কমব্যাট রেডিনেস কম্পিউটার-সহায়িত কমান্ড-পোস্ট ব্যায়ামে তুরস্কের অংশগ্রহণ হয়েছে। তিনি বলেন, স্থায়ী ন্যাটো মেরিটাইম গ্রুপ ২ মিশনের অংশ হিসেবে ইতালি, জার্মানি এবং আলবেনিয়ার নৌবাহিনী যথাক্রমে আকাশাজ, চানাকালে এবং ইজমিরে পোর্ট ভিজিট করছে, আর ফরাসি নৌবাহিনী অ্যান্টালিয়ায় পোর্ট কল করছে।

আক্তুর্ক বলেন, তুরস্কের কৌশলগত ও প্রযুক্তিগত সিস্টেমের মাধ্যমে তুর্কি সশস্ত্র বাহিনীর সক্ষমতা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

কানাডার কাছে ২৬৮ কোটি ডলারের বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে মস্কো: পুতিন

ক্যারিবিয়ানে মার্কিন অভিযানে মাদকবাহী নৌকা ডুবির পর জীবিতদের হত্যা

জীবন দিয়ে হলেও কলম্বিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা হবে: পেত্রো

ইউরোপের প্রায় অর্ধেক মানুষ ট্রাম্পকে নিজেদের জন্য ‘হুমকি’ মনে করেন

রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

পশ্চিম তীরের পাঁচটি ঐতিহাসিক নিদর্শন জব্দ করল ইসরাইল

ট্রাম্পের মধ্যস্থতায় কঙ্গো–রুয়ান্ডার শান্তিচুক্তি সই

বলপ্রয়োগে ইউক্রেনের ডনবাস এলাকা দখলে নেয়ার হুমকি পুতিনের

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৩ বিলিয়ন ডলার আমানত