পূর্ব ভূমধ্যসাগরে নৌ মহড়া চালিয়েছে তুরস্ক। এর মধ্যে আন্টালিয়ার সারিসু সৈকতে চালানো মহরা অন্যতম। এতে ১৯টি দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে।
গতকাল মঙ্গলবার নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল এরকুমেন্ট তাতলিওগলু, অংশগ্রহণকারী এবং পর্যবেক্ষক দেশগুলোর প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের সদস্যরা মহড়া পর্যবেক্ষণ করেন।
আজারবাইজান একটি জাহাজে অবতরণকারী মহড়া সম্পন্ন করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী সুরক্ষা দল এবং পাকিস্তান একটি সামুদ্রিক টহল বিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছে।
মহড়ায় তুর্কি নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, বিমান, বিশেষ অভিযান দল, পাঁচটি সেনাবাহিনীর হেলিকপ্টার, বিমান বাহিনীর ৪৪টি এফ-১৬ বিমান এবং চারটি কোস্টগার্ড নৌকা অংশ নিয়েছে।