হোম > বিশ্ব

প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফরে যাচ্ছেন শারা

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটিই হবে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক একথা জানিয়েছেন। রোববার এক প্রতিবেদনে একথা জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

টম ব্যারাক জানান, আগামী ১০ নভেম্বর এই সফর হতে পারে। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন সিরিয়ার প্রেসিডেন্ট।

টম ব্যারাক শনিবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, আল-শারা তার সফরে আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোটে যোগদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে।’

এছাড়া সিরীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফর করেননি। তবে গত সেপ্টেম্বরে শারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা দখলকারী আল-শারা সিরিয়ার সঙ্গে বিশ্বশক্তির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যারা আল-আসাদের শাসনামলে দামেস্ককে এড়িয়ে চলেছিল।

এরআগে তিনি মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সাথে দেখা করেন, যা ছিল ২৫ বছরের মধ্যে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।

আরএ

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ‘শক্তভাবে’ পুনর্নির্মাণের ঘোষণা ইরানের

পুনরায় ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী নিয়োগ

ট্রাম্পের হামলার হুমকিকে স্বাগত জানাল নাইজেরিয়া

ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাতে ১১ যাত্রী আহত, গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় পয়সার ঘাটতি

এবার স্বর্ণের টয়লেট 'আমেরিকা' নিলামে, দাম কত

আল্পস পর্বমালায় তুষারপাতে ৫ জার্মান পর্বতারোহীর মৃত্যু

অন্য দেশের ‘সরকার বদলের’ নীতির শেষ হয়েছে: মার্কিন গোয়েন্দা প্রধান

সুদানে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ

নাইজেরিয়ায় হামলায় পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ ট্রাম্পের