হোম > বিশ্ব

প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফরে যাচ্ছেন শারা

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটিই হবে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক একথা জানিয়েছেন। রোববার এক প্রতিবেদনে একথা জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

টম ব্যারাক জানান, আগামী ১০ নভেম্বর এই সফর হতে পারে। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন সিরিয়ার প্রেসিডেন্ট।

টম ব্যারাক শনিবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, আল-শারা তার সফরে আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোটে যোগদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে।’

এছাড়া সিরীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফর করেননি। তবে গত সেপ্টেম্বরে শারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা দখলকারী আল-শারা সিরিয়ার সঙ্গে বিশ্বশক্তির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যারা আল-আসাদের শাসনামলে দামেস্ককে এড়িয়ে চলেছিল।

এরআগে তিনি মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সাথে দেখা করেন, যা ছিল ২৫ বছরের মধ্যে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।

আরএ

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৬

নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে টিকটকের চুক্তি

ভারতীয় গণমাধ্যমে হাদির মৃত্যুর খবর

আইসিসির আরো ২ বিচারকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ট্রাম্পের বর্ষপূর্তি ভাষণে নিশানায় অভিবাসীরা

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংকট নিয়ে যা বললেন পুতিন

গাজায় নতুন করে আগ্রাসন শুরুর কথা ভাবছে ইসরাইল

গাজা পরিস্থিতি নিয়ে সত্য প্রকাশে পিছপা হবে না তুরস্ক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ক্রীড়া তারকাসহ নিহত ৭