হোম > বিশ্ব

মিশরের পররাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্যকে স্বাগত জানাল হামাসের মেশাল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গাজায় আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা সম্পর্কে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মন্তব্যকে যথাযথ বলে উল্লেখ করেছেন হামাসের বিদেশ বিষয়ক প্রধান খালেদ মেশাল। তিনি জানিয়েছেন, আবদেলাত্তির সেই মন্তব্য, প্রত্যেক সাধারণ মিশরীয় আরবের ইসলামি অবস্থানকে প্রতিফলিত করে।

বুধবার আল জাজিরার মাওয়াজিন নামের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মেশাল এসময় জোর দিয়ে বলেছেন, হামাস এমন যেকোনো ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে; যা গাজা উপত্যকার জনগণকে প্রভাবিত করতে পারে।

এর আগে গত ১৪ নভেম্বর তুরস্কের চ্যানেল হাবের তুর্কে দেওয়া এক সাক্ষাৎকারে আবদেলাত্তি বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনার আন্তর্জাতিক বাহিনীকে, অবশ্যই একটি ব্যাবহারিক এবং কার্যকর শান্তিরক্ষা মিশনের অংশ হতে হবে। এসময় তিনি আন্তর্জাতিক বাহিনী গঠনের ফিলিস্তিনিদের অনুমোদন নিশ্চিত করার উপরও জোর দেন।

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মেশাল বলেন, মিশরের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা শান্তি বজায় রাখা, চাপিয়ে দেওয়া নয়’, তার কথায়, বৃহত্তর আরব ও ইসলামিক অবস্থানের পাশাপাশি কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত করে।

মেশাল আরো বলেন, স্থিতিশীলকরণ আন্তর্জাতিক বাহিনী সম্পর্কিত কিছু প্রস্তাবে এটিকে জনগণের সাথে যোগাযোগের ভূমিকাতে দেখানো হয়েছে। কিন্তু এর বাস্তব অর্থ নিরস্ত্রীকরণ - যা অগ্রহণযোগ্য।

তিনি এর ব্যাখ্যায় বলেন, যেকোনো স্থিতিশীলতা বাহিনীর ভূমিকা থাকা উচিত সব ধরনের সংঘর্ষ রোধ করা এবং শান্তি বজায় রাখার জন্য সীমান্তে অবস্থান করা। কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়ার এর উদ্দেশ্য হতে পারে না।

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের মামলা

কারাবন্দি ইমরান খানের অবস্থা নিয়ে জাতিসংঘ বিশেষ দূতের উদ্বেগ

‘রেড লাইন’ অতিক্রম করলে রাজনীতি শেষ: পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান

ইউরোপে তীব্র খরার শঙ্কা

ভারতকে কী বার্তা দিতে চান ট্রাম্প

থাই-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি অব্যাহত, ২১ জনের মৃত্যু

চীন থেকে ইরানগামী পণ্যবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা

নোবেলজয়ী নার্গেস মোহাম্মদিকে গ্রেপ্তার করল ইরান

বাংলাদেশি ক্রুসহ ওমান উপসাগরে ট্যাংকার জব্দ করল ইরান