হোম > বিশ্ব

ট্রাম্পের সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ করেছে শত শত মানুষ। ট্রাম্প সিউলে মার্কিন দূতাবাসের কাছে পৌঁছালে তার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা ট্রাম্পের গাড়ি বহরের কাছে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশ।

সিউলের গিয়ংজু জাদুঘরের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভে ‘নো ট্রাম্প’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এখানে ট্রাম্পের একটি একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহর চলে যাওয়ার কয়েক মিনিট পরেই তারা জাদুঘরের দিকে ছুটে যায়। তবে পুলিশ তাদের থামিয়ে দেয়।

এপেক সম্মেলনকে ঘিরে দক্ষিণ কোরিয়া নিরাপত্তা ব্যস্থা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীদের তুলনায় রাস্তায় পুলিশের সংখ্যা প্রায় তিনগুণ বেশি বলে জানিয়েছে বিবিসি।

ডোনাল্ড ট্রাম্প জাদুঘরের ভিতরে থাকাকালীন কোনো ঝুঁকি নিতে চাইছেন না দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

বিক্ষোভকারীরা এই অঞ্চলের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নিন্দা জানান। এক বিক্ষোভকারী বলেন, ‘এই শুল্ক এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।’

ট্রাম্পকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

এছাড়া এর কয়েকশ মিটার দূরে, গিয়ংবোকগাং প্রাসাদের গেটের কাছেও বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা।

আরএ

বাংলাদেশে সরকার পরিবর্তন নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বিতর্কিত মন্তব্য

ভারতে আরএসএস নিষিদ্ধের দাবি কংগ্রেস সভাপতির

সুদানে আরএসএফের ‘গণহত্যা’, পালিয়েছে ৬০ হাজারের বেশি মানুষ

দুই বছরে পশ্চিম তীরে এক হাজার নিরাপত্তা প্রাচীর তৈরি

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে রিপাবলিকান আইনপ্রণেতাদের ভোট

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে সম্মত পেন্টাগন

ভেনিজুয়েলায় হামলার পরিকল্পনা নেই : ট্রাম্প

বাংলাদেশে পুশব্যাক আতঙ্কে পশ্চিমবঙ্গে বৃদ্ধের আত্মহত্যা

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই

বেতন পাচ্ছেন না কলম্বিয়ার প্রেসিডেন্ট