হোম > বিশ্ব

পাকিস্তানের ভূখণ্ড দিয়ে আফগান আকাশসীমায় মার্কিন ড্রোন

কাবুলের অভিযোগ

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

পাকিস্তানি ভূখণ্ড দিয়ে মার্কিন ড্রোন আফগান আকাশসীমায় প্রবেশ করছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ অভিযোগ জানান। পাকিস্তানের ভূমি আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়ার আহ্বান জানিয়েছে কাবুল। খবর টোলো নিউজের।

টোলো নিউজকে দেয়া সাক্ষাতকারে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তান যেমন চায় আফগানিস্তানের মাটি যেন তাদের বিরুদ্ধে ব্যবহার করা না হয়, তেমনি আফগানিস্তানের প্রতিনিধিরা ইস্তাম্বুলে আলোচনার সময় ইসলামাবাদকে অনুরোধ করেছেন, তাদের ভূমি এবং আকাশসীমা যেন আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা না হয়।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো আফগানিস্তানের আকাশসীমায় আসছে এবং আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে। এটি হওয়া উচিত নয়। তারা (পাকিস্তান) এখানে অসহায়, তারা এটি বন্ধ করতে পারবে না। স্বাভাবিকভাবেই, এটিকে এক ধরনের অক্ষমতা হিসেবে দেখা উচিত এবং আমরা তা বুঝতে পারি।’

কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, যারা একসময় আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িত ছিল অথবা বাগরাম নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করত, তারা এখন চাপ ও উস্কানির মাধ্যমে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে।

মুজাহিদ আরো বলেন, ‘আমাদের সন্দেহ, বৃহৎ বৈশ্বিক শক্তিগুলো, যারা একসময় আমাদের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল অথবা বাগরাম দাবি করেছিল, তারা এই চাপের পিছনে রয়েছে। তারা সরাসরি সামনে আসে না, বরং তারা অন্যদেরকে এই অঞ্চলে অস্থিরতা উস্কে দেয়ার এবং অজুহাত তৈরি করার জন্য নিযুক্ত করে।’

তিনি জোর দিয়ে বলেন, যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আফগানিস্তান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এই অঞ্চলে কারো উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত হতে দেয়া হবে না।’

তিনি আরো বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনায় একমাত্র অমীমাংসিত বিষয় হলো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

আরএ

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতারদের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের