হোম > বিশ্ব

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহিত।

খাইবার পাখতুনখোয়া (কে-পি) প্রদেশে সন্ত্রাসবিরোধী দুইটি পৃথক অভিযানে ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারিজ গোষ্ঠীর ১৫ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জাানয়েছে, ১৫ ও ১৬ নভেম্বর ডেরা ইসমাইল খান এবং উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দুটি পরিচালিত হয়। ডেরা ইসমাইল খানের কালাচি এলাকায় প্রথম অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ১০ জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে ফিতনা-আল-খাওয়ারিজের সিনিয়র কমান্ডার আলম মেহসুদও ছিলেন বলে জানিয়েছে আইএসপিআর। পরে উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় দ্বিতীয় অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে নির্মূল করা হয়। এলাকায় এখনো পালিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বলেন, ভারতীয় সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল পাকিস্তানের সার্বিক জাতীয় ঐক্যমতের অঙ্গ।

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সংশ্লিষ্টতা বোঝাতে পাকিস্তানের সরকার ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দগুলো ব্যবহার করে। পাকিস্তান সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানভিত্তিক ভারত-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকেও ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে বর্ণনা করছে।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালত ভবনের সামনে পুলিশের গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে টিটিপি মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই হামলায় ১২ জন মারা যায় এবং ২৭ জন আহত হন। টিটিপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।

সংঘাতে খাদ্য হয়ে উঠছে অস্ত্র, জাতিসংঘের সর্তক বার্তা

উত্তেজনা কমাতে ইরানের তৎপরতাকে স্বাগত জানালো পাকিস্তান

মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

খাশোগি হত্যার পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে সৌদি যুবরাজ

চীন-জাপান সম্পর্কের উত্তেজনায় ৫০০,০০০ ভ্রমণ বাতিল: বিশ্লেষক

নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যার দাবি বিদ্রোহীদের

ইসরাইলের হেফাজতে কমপক্ষে ৯৮ ফিলিস্তিনির মৃত্যু

জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ: হামাস

মাদুরোর সমালোচনা করায় নারী চিকিৎসকের ৩০ বছর কারাদণ্ড

এক দুর্ঘটনায় তিন প্রজন্মের ১৮ জন পরপারে