হোম > বিশ্ব

উত্তেজনার মধ্যেই ট্রাম্প-মাদুরো ফোনালাপ, কী কথা হলো

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ফোনালাপে যুক্তরাষ্ট্রে দুই নেতার সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়।

ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যোগ দিয়েছিলেন। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কোনো জবাব দেয়নি হোয়াইট হাউজ।

সংবাদমাধ্যমটি বলছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে এই ফোনালাপ হয়। ফোনালাপে দু’জনের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়।

ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের সামরিক বহর মোতায়েন করেছে। যার মধ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী।

ওয়াশিংটন বলছে, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনীর অভিযানের লক্ষ্য মাদক পাচার রোধ করা। অন্যদিকে কারাকাস জোর দিয়ে বলছে মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার মাদক চোরাচালানের অভিযোগে ২০টিরও বেশি নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এসব হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

হামলার শিকার নৌযানগুলোর মাদক চোরালানের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত হাজির করেনি ওয়াশিংটন।

সামরিক অভিযান এবং তার সাথে যুক্ত উত্তেজনার মধ্যে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।

ট্রাম্প-মাদুরোর ফোনালাপের প্রতিবেদন প্রকাশের একদিন আগে ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার মাদক পাচারকারবারীদের বিরুদ্ধে স্থলপথে অভিযান শিগগিরই শুরু হতে যাচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতারদের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯