হোম > বিশ্ব

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আমার দেশ অনলাইন

হংকংয়ের ভোটাররা রোববার তাদের দ্বিতীয় আইনসভা নির্বাচনে ভোট দিচ্ছেন। ছবি: এবিসি নিউজ

হংকংয়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিনের মধ্যেই রোববার শুরু হয়েছে অষ্টম মেয়াদের লেজিসলেটিভ কাউন্সিল (আইন পরিষদ) নির্বাচন। সাম্প্রতিক ওই অগ্নিকাণ্ডে ১৫৯ জনের মৃত্যু হওয়ায় পুরো শহর এখনো শোকাহত ও বিপর্যস্ত।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ভোট শুরু হওয়ার আগেই বহু কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়। নতুন আইন পরিষদে মোট ৯০ সদস্য থাকবেন—যাদের মধ্যে ৪০ জন নির্বাচিত হবেন ইলেকশন কমিটির মাধ্যমে, ৩০ জন ফাংশনাল কনস্টিটুয়েন্সি থেকে এবং ২০ জন ভৌগোলিক অঞ্চলভিত্তিক সরাসরি নির্বাচনে। মোট ১৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউ রবিবার সকালেই রাইমন্ডি কলেজের ভোটকেন্দ্রে ভোট দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিটি ভোট হংকংয়ের সংস্কার ও অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সরকার জানায়, ভোট গ্রহণ চলবে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত (জিএমটি রবিবার ১৫:৩০)। প্রায় ৪.১৩ মিলিয়ন নিবন্ধিত ভোটারের জন্য ৬০০-র বেশি ভোটকেন্দ্র ব্যবস্থা করা হয়েছে।

অষ্টম মেয়াদের আইন পরিষদ আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে চার বছরের দায়িত্ব পালন শুরু করবে।

আগুনের কারণে নির্বাচন পেছানোর গুঞ্জন থাকলেও প্রধান নির্বাহী আগেই নিশ্চিত করেছিলেন যে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ২৬ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে। টানা ৪৩ ঘণ্টা ধরে চলা আগুন সাতটি আবাসিক ব্লক—যার মধ্যে ১,৯০০-রও বেশি অ্যাপার্টমেন্ট—পুরোপুরি বিধ্বস্ত করে দেয়।

এসআর

কথোপকথনের ভিডিও ফাঁস, পুতিনকে নিয়ে আসাদের উপহাস

যে কারণে জেলেনস্কির প্রতি হতাশ ট্রাম্প

ল্যুভর জাদুঘরে পানি পড়ে নষ্ট কয়েকশ মিশরীয় শিল্পকর্ম

ভারতে ট্রাম্পের নামে রাস্তা করা নিয়ে বিতর্ক

সিরিয়ায় আসাদ পতনের বর্ষপূতিতে আনন্দ-উল্লাস

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইসরাইল-কাতারের গোপন বৈঠক

সিরিয়ার দখল করা ভূখণ্ড ছাড়বে না ইসরাইল: নেতানিয়াহু

মানসিক সমস্যায় হাজার হাজার ইসরাইলি সেনা, ৩৬ জনের আত্মহত্যা

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

সীমান্তে ফের সংঘাতে জড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া