হোম > বিশ্ব

জোট ছাড়লো ইউটিজে, পতনের দ্বারপ্রান্তে নেতানিয়াহু সরকার

আমার দেশ অনলাইন

নতুন বিপাকে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়েছে গেছে ইহুদিবাদি কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)। দীর্ঘদিন ধরে চলা একটি নতুন সামরিক নিয়োগ বিল নিয়ে বিরোধের জেরে দলটি বের হয়ে যায়। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজে দলের ছয় সদস্যের এই পদত্যাগ নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মভিত্তিক সরকারকে কঠিন অবস্থায় ফেলেছে। কারণ এতে করে সংসদ কনেসেটে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা নেমে এসেছে মাত্র এক আসনে।

এক বিবৃতিতে দলটি জানায়, সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা ছিল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি। তাই দলের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এই পদক্ষেপের ফলে ১২০ আসনের কনেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়াবে মাত্র ৬১টি আসনে, অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার সীমারেখায়। তবে অপর কট্টরপন্থী দল শাস-ও জোট ছাড়বে কি না, তা এখনো পরিষ্কার নয়।

কট্টরপন্থি আইনপ্রণেতারা অনেক দিন ধরেই সামরিক নিয়োগবিষয়ক বিতর্কিত বিল নিয়ে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তারা দাবি করেন, ইয়েশিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে স্থায়ীভাবে অব্যাহতির প্রতিশ্রুতি তাদের সঙ্গে জোট চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে নেতানিয়াহুর জোট অল্পের জন্য টিকে যায়। তখন কট্টরপন্থি দলগুলোর সঙ্গে একটি আপোসের মাধ্যমে বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৩

আফগানিস্তানের হেলিকপ্টার পেরুতে পাঠিয়ে দিলো যুক্তরাষ্ট্র

অস্ত্র রাখা হামাসের বৈধ অধিকার: আল-হায়া

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

সিডনিতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

অস্ত্র আইন কঠোর করছে অস্ট্রেলিয়া

সিডনিতে দুই হামলাকারী বাবা-ছেলে

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭

চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কট্টর-ডানপন্থি অ্যান্তোনিও কাস্ত

মরক্কোতে আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু