হোম > বিশ্ব

গণহত্যা দিয়ে সত্যকে থামানো যাবে না: জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা কিংবা তার উপর ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও, তিনি ফিলিস্তিনের নৃশংসতার বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন না। আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, ‘গণহত্যার মুখে আপনি সত্যকে নিরব করতে পারবেন না।’

সাক্ষাৎকারে আলবানিজ জানান, তার উপর চাপ ক্রমশ বাড়ছে। তিনি বলেন, তার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের মিথ্যা অভিযোগ আনা হয়েছে, এছাড়াও তাকে সন্ত্রাসবাদ সমর্থনের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে আলবানিজের উপর বিতর্কিত মার্কিন নিষেধাজ্ঞার পাঁচ মাস কেটে গেছে। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বা এর ব্যাংকগুলোতে থাকা তার যে কোনো সম্পত্তি বা অন্যান্য সম্পদ জব্দ করা যেতে পারে। তবে আলবানিজ দমে যাননি, তিনি গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে কথা বলা অব্যাহত রেখেছেন।

৪৮ বছর বয়সী ইতালীয় আইনবিদ এবং মানবাধিকার বিশেষজ্ঞ, আলবানিজ বলেছেন, এই মিথ্যা অভিযোগগুলো অনেক পশ্চিমা দেশ এবং তাদের জনগণের এক ধরনের ভণ্ডামির উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

নিষেধাজ্ঞাগুলোর মধ্য দিয়ে ব্যক্তিগত বা শারীরিক হুমকিগুলো ক্রমশ আরো বেশি নিষ্ঠুর হয়ে উঠেছে বলে জানান তিনি।

তিনি বলেছেন, তবে এটা আমাকে চুপ করাতে পারে না, কেননা গণহত্যার মুখে আপনি সত্যকে চুপ করিয়ে দিতে পারবেন না।

আলবানিজ বলেন, তিনি বিশ্বাস করেন এই অন্যায় শেষ হওয়ার খুব বেশি দেরি নেই, এটি কেবল সময়ের ব্যাপারমাত্র। এটা চিরকাল থাকবে না। এজন্যই এর বিরুদ্ধে আরো বেশি লোকের দাঁড়ানো প্রয়োজন বলে মনে কেরন তিনি।

জাতিসংঘের বিশেষজ্ঞরা আগস্টে সতর্ক করে দিয়েছিলেন যে আলবানিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে। এর এক মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা বিশেষ দূতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যবস্থা প্ররোচিত করার চেষ্টা করেছিলেন।

ইসরাইলের আপিল বাতিল করে রায় দিল আইসিসি আপিল চেম্বার

ইউক্রেনকে ঋণ দিতে রুশ সম্পদ ব্যবহারের বিরোধী ৬৭% বেলজিয়ান

ফিলিস্তিনি কেফিয়েহ পরে জন্মদিন পালন করলেন মাদুরো

তুর্কি ভিশন পরিকল্পনার ‘মেরুদণ্ড’ প্রকাশ করলেন এরদোয়ান

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় পাকিস্তানের নিন্দা

এবার বেলজিয়ামের ইউরোক্লিয়ারের বিরুদ্ধে যে পদক্ষেপ নিলো রাশিয়া

পালানোর পরও পতিত আসাদ পরিবারের বিলাসী জীবন রাশিয়ায়

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় তুরস্কের নিন্দা

ইসরাইলি পুলিশের নিরাপত্তায় আল-আকসায় দখলদারদের ধর্মীয় আচার পালন

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিপজ্জনক কর্মকাণ্ডে ইইউ’র নিন্দা