মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডের শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগ জর্ডান ও মিশরের শাখাকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে। আর লেবাননের শাখাকে আরো কঠোর ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ বা এফটিও হিসেবে কালো তালিকাভুক্ত করে পররাষ্ট্র দপ্তর । খবর আল জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরে এই গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করার যে নির্বাহী আদেশ জারি করেছিলেন, তার কয়েক সপ্তাহ পরই এই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হলো।
ট্রাম্প প্রশাসনের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলি স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে অভিযোগ করেছে, ব্রাদারহুডের শাখাগুলো নিজেদের বৈধ সামাজিক সংগঠন হিসেবে দাবি করলেও তারা নেপথ্যে হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে সহায়তা করে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, এ পদক্ষেপে ব্রাদারহুডের আর্থিক উৎসগুলো বন্ধ হয়ে যাবে এবং সংগঠনগুলোর সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হবে।
মার্কো রুবিও বলেন, মুসলিম ব্রাদারহুডের সহিংসতা ও অস্থিতিশীল কর্মকাণ্ড যেখানেই ঘটুক না কেন, তা প্রতিহত করার একটি দীর্ঘমেয়াদি প্রচেষ্টার এটিই প্রথম ধাপ। যুক্তরাষ্ট্র তার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করে এদের সম্পদ ও কার্যক্রম খর্ব করবে।
ওয়াশিংটনের এই পদক্ষেপের ফলে সংগঠনগুলোর আর্থিক লেনদেন বন্ধ হওয়াসহ এদের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হলো।
আরএ/এসআই