হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে পেনি উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শেষবারের মতো তৈরি হচ্ছে এক সেন্ট মুদ্রার কয়েন বা পেনি। উৎপাদন শুরুর ২৩০ বছরের বেশি সময় পর দেশটির ফিলাডেলফিয়া টাকশালে বুধবার পেনির সর্বশেষ ব্যাচটি তৈরি শুরু হয়েছে।

১৭৯৩ সালে প্রথম পেনি উৎপাদন করা হয়। যুক্তরাষ্ট্রের বাজারে পেনির সরবরাহ থাকলেও দিন দিন বিভিন্ন পণ্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে এই মুদ্রার ব্যবহার এখন দুর্লভ হয়ে পড়েছে। সরকার বলছে, অর্থ সাশ্রয় করতেই পেনির উৎপাদন বন্ধ করা হচ্ছে।

তামার প্রলেপ দেওয়া দস্তায় তৈরি এ কয়েনে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সমকালীন প্রেসিডেন্ট আবরাহাম লিঙ্কনের ছবি যুক্ত রয়েছে। বর্তমানে এ ধরনের একটি কয়েন তৈরি করতেই চার সেন্ট খরচ হয় বলে জানায় দেশটির অর্থ বিভাগ। ১০ বছর আগেও এর অর্ধেকের কম খরচে পেনি তৈরি হতো। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্তের ফলে বছরে পাঁচ কোটি ৬০ লাখ ডলার সাশ্রয় হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ভার্চুয়াল লেনদেন বেড়ে পাওয়ার কারণে পেনি দিন দিন গুরুত্ব হারাচ্ছে। বর্তমানে আমেরিকার বাজারে এ ধরনের ৩০ হাজার কোটি কয়েন রয়েছে, যার পরিমাণ প্রয়োজনীয় ব্যবহারের চেয়েও বেশি। ২০২২ সালের সরকারি বিশ্লেষণ অনুযায়ী, পেনির মোট মুদ্রার ৬০ শতাংশই লেনদেন সক্ষমতা হারিয়ে শিশুদের মাটির ব্যাংকে স্থান করে নিয়েছে।

তবে পেনির সরবরাহ বন্ধ হওয়ায় জিনিসপত্রের দাম আরো বেড়ে যেতে পারে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের বিভিন্ন দেশেই তাদের ক্ষুদ্রতম মুদ্রার উৎপাদন বন্ধ করে দিয়েছে। কানাডায় ২০১২ সালে তাদের সর্বশেষে এক সেন্ট মুদ্রার কয়েন তৈরি করা হয়। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এক ও দুই সেন্ট মুদ্রার কয়েন ১৯৯০ সালের দিকে শেষবারের মতো তৈরি হয়।

বাংলাদেশ থেকে কূটনৈতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন