হোম > বিশ্ব

ভুটানের সঙ্গে প্রথম আন্তসীমান্ত রেলপথ নির্মাণ করছে ভারত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ভুটার সঙ্গে প্রথম আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারত ও ভুটানের মধ্যে মোট ৮৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। প্রায় ৪৫৪ মিলিয়ন ডলারের প্রকল্পটি চার বছরের মধ্যে সম্পন্ন হবে। খবর আল আরাবিয়ার।

একটি রেলপথ যাবে পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামৎসে পর্যন্ত। অন্যটি হবে আসামের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর পর্যন্ত।

ভারতের রেলমন্ত্রণালয় জানিয়েছে, এই দু’টি রেল প্রকল্পের জন্য খরচ হবে প্রায় চার হাজার ৩৩ কোটি রুপি।

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটান সফরে গিয়েছিলেন। সেই সময় তিনি এই রেল প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ভুটানের অবকাঠামো ও অর্থনীতির আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নয়াদিল্লি।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘ভারত ভুটানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ভুটানের প্রায় সব আমদানি-রপ্তানি ভারতীয় বন্দর দিয়ে করা হয়। তাই ভুটানের অর্থনীতি দ্রুত অগ্রগতির জন্য এই রেল সংযোগ অত্যন্ত জরুরি।’

তিনি জানান, এই ৮৯ কিলোমিটার রেলপথ ভুটানকে ভারতের এক লাখ ৫০ হাজার কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা