হোম > বিশ্ব

সাংবাদিকতায় নতুন এআই মডেল চালু করল আলজাজিরা

আমার দেশ অনলাইন

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গুগল ক্লাউডের সহযোগিতায় একটি নতুন ইন্টিগ্রেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘দ্য কোর’ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সংবাদ কার্যক্রমে এআইকে আরও গভীরভাবে একীভূত করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

রোববার আল জাজিরা জানায়, ‘দ্য কোর’ প্রকল্পে গুগল ক্লাউডের সঙ্গে তাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করা হয়েছে। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য এআই-এর ভূমিকাকে একটি “নিষ্ক্রিয় সহায়ক” থেকে সাংবাদিকতার একটি ‘সক্রিয় অংশীদারে’ রূপান্তর করা।

ছয়টি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে তোলা এই উদ্যোগের মাধ্যমে এআই সিস্টেম ব্যবহার করে সাংবাদিকদের জটিল তথ্য বিশ্লেষণ, নিমজ্জিত ও গভীর বিষয়বস্তু তৈরি, বিশ্লেষণাত্মক প্রেক্ষাপটে তথ্যের প্রবেশাধিকার এবং অভ্যন্তরীণ কর্মপ্রবাহ স্বয়ংক্রিয় করা হবে।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের মহাপরিচালক শেখ নাসের বিন ফয়সাল আল থানি বলেন,

“এআই যুগে আমাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে আল জাজিরা একটি বৈশ্বিক প্রযুক্তিগত বাস্তুতন্ত্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, ‘‘দ্য কোর’ আমাদের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন—যেখানে মানব দক্ষতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করে সাংবাদিকতাকে আধুনিক করে তোলে।”

গুগল ক্লাউডকে অংশীদার হিসেবে বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, এআই ক্ষেত্রে তাদের প্রমাণিত দক্ষতা এই উচ্চাভিলাষী রূপান্তর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গুগল ক্লাউডের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের এআই ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স রাটার ‘দ্য কোর’ প্ল্যাটফর্মকে “পরবর্তী প্রজন্মের বুদ্ধিমান মিডিয়া বিকাশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন,“এই রূপান্তরমূলক কর্মসূচি সাংবাদিকরা কীভাবে প্রতিবেদন তৈরি করে এবং দর্শকরা কীভাবে সংবাদ গ্রহণ করে—তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে।”

এদিকে আল জাজিরার প্রযুক্তি ও নেটওয়ার্ক অপারেশনের নির্বাহী পরিচালক আহমেদ আল-ফাহাদ বলেন, “মিডিয়া শিল্পে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে আল জাজিরা প্রতিশ্রুতিবদ্ধ। সর্বশেষ প্রযুক্তি ও সর্বোত্তম অনুশীলনগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের কনটেন্ট উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত করছি।”

ফ্রান্সে রাষ্ট্রপতির বাসভবন থেকে মূল্যবান রূপার সামগ্রী চুরি

ফরাসি উপনিবেশবাদকে অপরাধ ঘোষণার করে আলজেরিয়ার সংসদে বিল উত্থাপন

৪০০ বছরের ইতিহাসের সমাপ্তি টানছে ডেনিশ ডাক বিভাগ

দিল্লিতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ নিয়ে যা বলছে ভারত

সৌদি আরবে ১৮ হাজার ৮০০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আইসিসির বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ইউরোপের উদ্বেগ

হামাস প্রতিনিধি দলের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক

সুইডেনে ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ২

ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা