হোম > বিশ্ব

ম্যানহাটন ভবনে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে সোমবার সন্ধ্যায় চালানো এক ভয়াবহ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একজন বাংলাদেশি কর্মকর্তা। হামলাকারী হিসেবে শনাক্ত হয়েছেন ২৭ বছর বয়সি শেন ট্যামুরা।

জানা গেছে, ভবনটি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ও ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল)-এর মতো সংস্থার অফিস হিসেবে ব্যবহৃত হয়।

হাওয়াইয়ে বেড়ে ওঠা ট্যামুরা পরে চলে যান লাস ভেগাসে এবং সেখানে একটি ক্যাসিনোতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি পরিচয়পত্রে দেখা গেছে, ট্যামুরার কাছে একটি গোপন আগ্নেয়াস্ত্র বহনের অনুমতিপত্র ছিল, যা ১৪ জুন ২০২২ সালে ইস্যু করা হয় এবং ৫ বছর মেয়াদি।

২০১৫ সালের একটি পুরনো ভিডিও থেকে জানা গেছে, শেন ট্যামুরা এক সময় ক্যালিফোর্নিয়ার গ্রানাডা হিলস ফুটবল দলের হয়ে খেলতেন। ওই ভিডিওতে তাকে নিজের দলের জয় উদযাপন করতে দেখা যায়।

হামলার সময় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। এনডিটিভির বরাতে জানা গেছে, এটি ছিল পালমেটো স্টেট আর্মোরি এআর-১৫ মডেলের একটি রক্তমাখা অ্যাসল্ট রাইফেল। ঘটনাস্থল থেকে নেভাদা নম্বর প্লেটযুক্ত একটি গাড়িও উদ্ধার করা হয়, যা ট্যামুরার নামে নিবন্ধিত। গাড়ির ভেতরে রাইফেলের কেস, একটি লোডেড রিভলবার, গুলি ও ম্যাগাজিন, একটি ব্যাকপ্যাক এবং ট্যামুরার প্রেসক্রিপশন ওষুধ পাওয়া গেছে।

বোম স্কোয়াড গাড়িটি তল্লাশি করলেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ট্যামুরার গাড়িটি গত ২৬ জুলাই কলোরাডো এবং পরে নিউ জার্সির কলম্বিয়া এলাকায় প্রবেশ করে। সোমবার বিকেল ৪টা ২৪ মিনিটে নিউইয়র্ক সিটিতে প্রবেশ করে এবং এরপরপরই হামলা চালায়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ট্যামুরার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ছিল। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

ইসরাইলকে তিরস্কার করল আন্তর্জাতিক বিচার আদালত

আরব সাগর থেকে ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

নতুন ব্রাউজার আনল ওপেনএআই, গুগলের শেয়ারে পতন

চীন-পাকিস্তানকে জবাব দিতে ট্রাঙ্ক সাজাচ্ছে ভারত

লুভর জাদুঘর থেকে চুরি হলো যেসব গয়না, মূল্য কত

স্বর্ণের বাজারে আবারও বড় দরপতন

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক চায় আফগানিস্তান