হোম > বিশ্ব

ইরানি হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরাইলের শত শত মানুষ

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেনের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রায় ৮ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জ্বালানিমন্ত্রী বলেছেন, কর্তৃপক্ষ ‘হামলায় বৈদ্যুতিক স্থাপনায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল।’ তিনি ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার লক্ষ্য ছিল তাদের।

এরআগে ইসরাইল ইলেকট্রিক কর্পোরেশন (আইইসি) জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত অবকাঠামোতে হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আইইসি আরো জানায়, হামলার সঙ্গে সঙ্গে তাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠ পর্যায়ের বিভিন্ন স্থানে যাচ্ছে। অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি পর্যবেক্ষণ করছে তারা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইসরাইল ইলেকট্রিক কর্পোরেশন।

সোমবার ইসরাইলজুড়ে বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, দেশটির মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেলআবিব, হাইফা, নাহারিয়া, হিলাসহ বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। সোমবার হোম ফ্রন্ট কমান্ডের সতর্কতার পর সংসদ সদস্যদের জরুরি বৈঠক ব্যাহত হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন তারা।

আরএ

গাজায় শিশুদের নীরব ট্র্যাজেডি, বিস্ফোরণে হারাচ্ছে কণ্ঠ

ইউক্রেনের আরো তিন গ্রাম দখল করলো রাশিয়া

ভারতে নতুন ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা, রাজনৈতিক বিতর্ক চরমে

ট্রাম্প দিতে চাইলেও যে কারণে এফ-৩৫ পাবে না সৌদি

নিষেধাজ্ঞার পরও কিভাবে ইসরাইলে কানাডার অস্ত্র, তদন্ত শুরু

হামাসের পাঁচ শীর্ষ সদস্যকে হত্যা ইসরাইলের

ইরানের তাসনিম নিউজের নারী সাংবাদিক ইসরাইলি কারাগারে নির্যাতনের শিকার

ইয়েমেনে ১৭ জনের মৃত্যুদণ্ড দিলো হুতি বিদ্রোহীরা

ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অঙ্গীকার জেলেনস্কির

তিউনিসিয়ায় প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি