হুথি নেতার হুঁশিয়ারি
বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে ইসরাইল। ২৬ ডিসেম্বর সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরাইল। ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে পৃথক হওয়া স্বঘোষিত প্রজাতন্ত্রের প্রথম স্বীকৃতি এটি। ইসরাইলের এ ঘোষণার পর তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া। একইসঙ্গে নিন্দা জানিয়েছে আরো কয়েকটি মুসলিম দেশ। বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন,ওআইসি, আরব লিগ ও বিভিন্ন সংস্থা। এবার সোমালিল্যান্ড নিয়ে ইসরাইলকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা সতর্ক করে বলেছেন, সোমালিল্যান্ডে ইসরাইলি উপস্থিতি সহ্য করা হবে না। এখানে তাদের উপস্থিতিকে ‘সামরিক টার্গেট’ হিসেবে বিবেচনা করা হবে। একইসঙ্গে এই পদক্ষেপের তীব্র নিন্দাও জানিয়েছে হুথি গোষ্ঠী।
গোষ্ঠীর প্রধান আবদেল-মালিক আল-হুথি বিদ্রোহী মিডিয়া অনলাইনে এক বিবৃতিতে বলেছেন, সোমালিল্যান্ডে ইসরাইলি উপস্থিতি তার সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে। কারণ, এটি সোমালিয়া ও ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
হুথি নেতা সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপের পরিণতি হবে গুরুতর। তিনি বলেছেন, এই স্বীকৃতি ‘সোমালিয়া ও এর আফ্রিকান আশপাশের অঞ্চল, ইয়েমেন, লোহিত সাগর এবং লোহিত সাগরের উভয় তীরবর্তী দেশগুলোকে লক্ষ্য করে একটি শত্রুতাপূর্ণ অবস্থান’।
সোমালিল্যান্ড, যা কয়েক দশক ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চাপ দিচ্ছে, এডেন উপসাগরে একটি কৌশলগত অবস্থান উপভোগ করে। এর নিজস্ব অর্থ, পাসপোর্ট ও সেনাবাহিনী রয়েছে।