হোম > বিশ্ব

কঙ্গোর ওপর ভিসা বিধিনিষেধ আরোপ যুক্তরাজ্যের

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ডেমোক্র্যাটিক রিপালিক অব কঙ্গোর ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর শনিবার রাতে এক বিবৃতিতে একথা জানায়। এতে বলা হয়, কঙ্গো অবৈধ অভিবাসী এবং ফৌজদারি অপরাধকারীদের ফেরত নেয়ার বিষয়ে সম্মত না হওয়ায় এ বিধিনিষেধ দেয়া হয়েছে। খবর আল জাজিরার।

এতে আরো বলা হয়, অ্যাঙ্গোলা ও নামিবিয়া তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে কঙ্গো, অ্যাঙ্গোলা বা নামিবিয়া থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নেয়া অভিবাসন সংস্কার কর্মসূচির আওতায় এটাই প্রথম বড় পরিবর্তন। শরণার্থী মর্যাদাকে অস্থায়ী করা এবং বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের প্রত্যাবাসনে গতি আনতে চাইছে ব্রিটেন।

স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, কঙ্গো সহযোগিতার জন্য যুক্তরাজ্যের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। নতুন বিধিনিষেধ অনুযায়ী, কঙ্গোর নাগরিকদের জন্য দ্রুত ভিসা পরিষেবা বন্ধ থাকবে এবং দেশটির ভিআইপি এবং রাজনীতিকরা যুক্তরাজ্যে অগ্রাধিকারমূলক সেবা পাবেন না।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, কঙ্গো সহযোগিতা না বাড়ালে যুক্তরাজ্য তাদের জন্য ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে।

তিনি বলেন, ‘আমরা আশা করি দেশগুলো নিয়ম মেনে চলবে। যদি তাদের কোনো নাগরিকের এখানে থাকার অধিকার না থাকে, তাহলে অবশ্যই তাদের ফিরিয়ে নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমি অ্যাঙ্গোলা এবং নামিবিয়াকে ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতাকে স্বাগত জানাই। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের জন্য সঠিক কাজ করার এখনই সময়। আপনার নাগরিকদের ফিরিয়ে নিন, নইলে আমাদের দেশে প্রবেশের সুযোগ হারাবেন।’

আরএ

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু

নুসানতারা: ইন্দোনেশিয়ার ১০ মিনিটের শহর

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

সোমালিল্যান্ডের স্বীকৃতি অবৈধ-উস্কানিমূলক: পাকিস্তান

ইসরাইলে হামলা নিয়ে হামাসের নথি প্রকাশ, কী আছে তাতে

দুই বছরে আসামে মুসলিম জনসংখ্যা হবে ৪০ শতাংশ

তুষারে ঢাকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

শীতকালীন বৃষ্টিতে প্লাবিত তাঁবু, গাজার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ

বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ঢাকা

গাজায় ইসরাইলি হামলায় নিহত ছাড়াল ৭১ হাজার