নয়াদিল্লিতে বিস্ফোরণ
ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে গতকাল সোমবার প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ভারতের একজন দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, এমন ব্যক্তি নয় যিনি পূর্ণকালীন ঘৃণা ছড়িয়ে বেড়ান। আমাদের সীমান্ত এবং শহর দুটোকেই রক্ষা করা কি অমিত শাহের কর্তব্য নয়? প্রতিটি ফ্রন্টে তিনি কেন এমন শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছেন?’
মহুয়া মৈত্রের এই মন্তব্যের জবাব দিয়েছে বিজেপি। দলের পক্ষে থেকে বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে... এর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে। সব সংস্থা তদন্ত করছে। রিপোর্ট না আসা পর্যন্ত বিরোধীদের কোনো বিবৃতি দেওয়া উচিত নয়।’
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে অংশ নিয়েছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক এবং দিল্লি পুলিশের কমিশনার।
বিস্ফোরণের কারণ এখনো অজানা। তবে অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তারা বারবার বলেছেন, ‘সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে বিস্ফোরণে পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ টহল ও নজরদারি বাড়িয়েছে, সীমান্তে কড়া তল্লাশি চলছে।
এছাড়া বিস্ফোরণের পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নয়াদিল্লির গুরুত্বপূর্ণ স্থান, মেট্রো স্টেশন, বিমানবন্দর ও সরকারি ভবনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই, কলকাতা, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে মার্কিন দূতাবাসও ভারতে অবস্থিত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং লাল কেল্লা-সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলেছে। সূত্র : বিবিসি বাংলা