হোম > বিশ্ব

রেড ক্রসকে সম্পৃক্ত করার আহ্বান

গাজার হাড্ডিসার জিম্মিদের ভিডিও প্রকাশে পশ্চিমাদের নিন্দা

আমার দেশ অনলাইন

হামাস গাজায় হাড্ডিসার অবস্থায় থাকা ইসরাইলি জিম্মিদের ভিডিও প্রকাশ করার পর তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমা নেতারা। তারা রেড ক্রসকে জিম্মিদের কাছে যেতে দেয়ার দাবি জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি বলেছেন, ‘প্রচারণার জন্য জিম্মিদের ছবি ব্যবহার দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেয়া উচিত।’

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রকাশিত এক ভিডিওতে ২১ বছর বয়সী রম ব্রাসলাভস্কিকে কাঁদতে ও অতিমাত্রায় হালকা শরীর নিয়ে দেখা গেছে। হামাসও ২৪ বছর বয়সী এভিয়াটার ডেভিডের কঙ্কালসার ছবি প্রকাশ করেছে। এ দুজনকে ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করেছিল হামাস।

ইসরাইলি সরকার হামাসের বিরুদ্ধে জিম্মিদের ইচ্ছাকৃতভাবে না খাইয়ে রাখার অভিযোগ করেছে। তবে হামাস জানিয়েছে, গাজার ভয়াবহ খাদ্য সংকটে জিম্মিরাও তাদের মতো করেই খাবার পাচ্ছে।

ইসরাইল বলছে, ৭ অক্টোবরের হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। বর্তমানে গাজায় ৪৯ জন জিম্মি আছে, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিও প্রকাশের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলেছেন ও গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘জিম্মিদের উদ্ধারে বিরতিহীন প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

রোববার নেতানিয়াহু রেড ক্রসের গাজা অঞ্চলের প্রধানের সঙ্গেও কথা বলেছেন এবং জিম্মিদের খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে সহায়তা চেয়েছেন।

রেড ক্রস এক বিবৃতিতে জানিয়েছে, ভিডিওতে দেখা পরিস্থিতি দেখে তারা আতঙ্কিত। সংস্থাটি জিম্মিদের কাছে যাওয়ার সুযোগ চেয়েছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেড বলেছে, নিয়মিত মানবিক করিডর খোলা থাকলে ও সহায়তা নেয়ার সময় ইসরাইল হামলা বন্ধ করলে রেড ক্রসের সহায়তা গ্রহণে তারা বাধা দেবে না।

তবে ইসরাইলে যুদ্ধকালীন সময়ে রেড ক্রসের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকেই বলছেন, সংস্থাটি গাজার জিম্মিদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে সংস্থাটি ব্যাখ্যা দিয়েছে যে সংঘাতময় এলাকায় তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সদিচ্ছার ওপর নির্ভরশীল।

ফিলিস্তিনেও সমালোচনা রয়েছে, কারণ রেড ক্রস ৭ অক্টোবরের পর ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনিদের সাথে সাক্ষাতের অনুমতি পায়নি।

তেল আভিভে বিক্ষোভে জিম্মিদের পরিবার ও সমর্থকেরা সরকারের কাছে জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে। ব্রাসলাভস্কি ও ডেভিডের পরিবার বলেছে, ‘ওই নরক থেকে প্রত্যেককে এখনই ফিরিয়ে আনতে হবে।’

এক ভিডিওতে ব্রাসলাভস্কি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার খাবার ও পানি ফুরিয়ে আসছে। আমি দাঁড়াতে বা হাঁটতে পারছি না। আমি মৃত্যুর দ্বারপ্রান্তে।’

তার পরিবার বলেছে, তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে ছেলেকে ফিরিয়ে আনার আবেদন করছে।

অন্য এক ভিডিওতে ডেভিড বলেন, ‘আমি কয়েকদিন ধরে খেতে পারছি না। মাঝে মাঝে পানি পাচ্ছি।’ ভিডিওতে দেখা যায়, তিনি মাটি খুঁড়ছেন এবং বলেন, ‘আমি নিজের কবর খুঁড়ছি।’

তার পরিবার দাবি করেছে, হামাস তাকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখেছে, যেন সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয়।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস বলেছেন, ‘ভিডিও দেখে আমি আতঙ্কিত। যুদ্ধবিরতির পূর্বশর্ত হওয়া উচিত সব জিম্মির মুক্তি।’

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্র হামাসকে ‘চরম নিষ্ঠুরতার প্রতীক’ বলে আখ্যায়িত করে বলেন, ‘জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার জন্য ফ্রান্স কাজ করে যাচ্ছে।’

উল্লেখ্য, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে, যার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরাইল।

জাতিসংঘ ইতোমধ্যেই গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। শিশুদের অপুষ্টি ও মৃত্যুর তথ্য নিয়মিত আসছে।

হামাস দাবি করেছে, এখন পর্যন্ত গাজায় অপুষ্টিতে ১৭৫ জন, যার মধ্যে ৯৩ জন শিশু মারা গেছে।

জাতিসংঘ ও কিছু আন্তর্জাতিক সংস্থা এই দুর্ভিক্ষের জন্য ইসরাইলের কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞাকেই দায়ী করলেও, ইসরাইল এই অভিযোগ অস্বীকার করে দায় চাপাচ্ছে হামাসের ওপর।

যদিও প্রমাণ প্রচুর, তবুও ইসরাইলের সরকার ও কিছু মিডিয়া গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করে যাচ্ছে।

এদিকে ইসরাইলেও কিছু মানুষ ক্ষীণকায় শিশুদের ছবি তুলে ধরে হামাসের সঙ্গে সমঝোতার দাবি জানিয়েছে। তবে দেশটির অনেক নাগরিক গাজায় চলমান সংকট সম্পর্কে সঠিকভাবে জানেন না।

যুদ্ধ অব্যাহত রয়েছে, আন্তর্জাতিক চাপও বাড়ছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে জনমত ক্রমেই ইসরাইলের বিপক্ষে যাচ্ছে, যা দেশটির নেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

চেনি নেই, তবু তার যুদ্ধের ভূত এখনো তাড়া করছে বিশ্বকে

দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই-উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ট্রাম্প বিতর্কে ক্ষমা চাইতে পারে বিবিসি

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯

নাইজেরিয়ায় ‘জিহাদী গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ২০০

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১৩ রোহিঙ্গা নিহত

আফগান-পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সফরে যাচ্ছে তুরস্কের মন্ত্রীরা

বিরোধীদের আপত্তির মধ্যেই ২৭তম সংশোধনী বিল উপস্থাপন

ইউক্রেনের তিন গ্রাম দখল করলো রাশিয়া