হোম > বিশ্ব

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে

স্টাফ রিপোর্টার

চলতি বছরের মে মাসে বিশ্বে খাদ্যপণ্যের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে। উদ্ভিজ্জ তেল ও চিনিজাতীয় পণ্যের দাম কমেছে সবচেয়ে বেশি। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

সংস্থাটির ওয়েবসাইটে ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী খাদ্যমূল্য সূচকের সবচেয়ে বড় উপাদান-শস্য ও খাদ্যশস্যের দাম মে মাসে ১ দশমিক ৮ শতাংশ কমেছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলে ভালো ভুট্টার ফলন এবং বৈশ্বিকভাবে গমের চাহিদা কমা। তবে চালের চাহিদা ও ডলারের মূল্য পতনের কারণে চালের দাম কিছুটা বেড়েছে। তা সত্ত্বেও সামগ্রিক সূচকের ওপর তা প্রভাব ফেলেনি।

ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, মে মাসে এ সূচক ১২৭ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এপ্রিলের ১২৮ দশমিক ৭ পয়েন্টের চেয়ে কম। যদিও এটি গত বছরের এ সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি, তবে ২০২২ সালের মার্চে ইউক্রেন যুদ্ধের প্রভাবে যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল তার থেকে এটি প্রায় ২০ শতাংশ নিচে রয়েছে।

সংস্থাটি বলছে, মে মাসে উদ্ভিজ্জ তেলের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। পাম তেল, রেপসিড তেল, সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের দাম কমেছে উৎপাদন বৃদ্ধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চাহিদা কমে যাওয়ায়। চিনির দাম ২ দশমিক ৬ শতাংশ কমেছে। খাদ্য ও পানীয় প্রক্রিয়াকরণ শিল্পে চাহিদা কমে যাওয়া এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি অনিশ্চিত থাকায় এ পণ্যের দাম কমেছে।

তবে সব পণ্যের দাম কমেনি। মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম কিছুটা বেড়েছে। মে মাসে মাংসের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। গরু, খাসি ও শূকরের মাংসের চাহিদা বাড়ায় এ প্রবণতা দেখা গেছে। দুগ্ধজাত পণ্যের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। এশিয়ার শক্তিশালী চাহিদার কারণে মাখনের দাম রেকর্ড উচ্চতায় রয়েছে, যা পনির ও গুঁড়ো দুধের দাম বাড়াতেও সাহায্য করেছে।

এফএও আরো পূর্বাভাস দিয়েছে যে ২০২৫ সালে বিশ্বব্যাপী শস্য উৎপাদন রেকর্ড পরিমাণে (২ দশমিক ৯১১ বিলিয়ন টন) পৌঁছতে পারে, যা ২০২৪ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি। ফলে বৈশ্বিক খাদ্য সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এ মূল্য হ্রাস ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু