হোম > বিশ্ব

ইমরান খানের বোনদের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে না পেরে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান নেন তার বোনেরা। ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘটের পর সেখান থেকে তাদের জোরপূর্বক তুলে দেয় পুলিশ। এসময় জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। খবর জিও নিউজের

ইমরান খানের বোন আলিমা খানের নেতৃত্বে চলা এই অবস্থানে যোগ দেন পিটিআইয়ের কেন্দ্রীয় মহাসচিব সালমান আকরাম রাজা, পিটিআই কেপি প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর খানসহ জ্যেষ্ঠ নেতারা। পিটিআই বলেছে, আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ও বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি থাকার কথা হলেও প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিচ্ছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বোন নরিন খান, আলিমা খান এবং উজমা খানকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরাইন খানের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানানোর পর বিক্ষোভকারীরা কারখানার চেকপয়েন্টে জড়ো হয়।

পুলিশ ইমরান খানের বোনদের কারাগারের পাশ থেকে সরিয়ে দেয়া চেষ্টা করলে, পিটিআই কর্মীদের মধ্যে কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। এসময় বেশ কয়েকজন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, আনুষ্ঠানিক বৈঠকের সময় শেষ হয়ে গিয়েছিল, একারণে ব্যারিস্টার গোহর আলি খান এবং ইমরানের বোনদের কারাগারে প্রবেশ করতে বাধা দেয়া হয়।

কারাগারের চেকপয়েন্টে ইমরান খানের পরিবারের সদস্যদের থামিয়ে দেয় পুলিশ। সেখানে আলেমা খান বারবার পিটিআই কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান। বলেন, ‘পুলিশ আমাদের শত্রু নয়, তারা নিজেরা চাপের মধ্যে আছে।’

আরএ

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার নতুন নিয়ম, জটিলতায় ভারতীয়রা

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সংকটে পড়ছেন ফিফা প্রেসিডেন্ট

লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে যা বললেন ট্রাম্প

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

রাডারের ঘটনায় চীনের সাথে বিরোধে জাপানের পাশে যুক্তরাষ্ট্র

এবার ইউরোপের অবৈধ অভিবাসীদের বহিষ্কারের আহ্বান ট্রাম্পের

মাচাদোর পক্ষে নোবেল গ্রহণ করবেন তার কন্যা

জন্মসূত্রে নাগরিকত্ব ছিল দাসদের জন্য, ধনীদের নয়: ট্রাম্প

পুলিশি নিরাপত্তায় আল আকসা মসজিদে ইহুদিদের ঢল

ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু ও দুর্বল’ বললেন ট্রাম্প