হোম > বিশ্ব

আরএসএফের সঙ্গে একীভূত হতে চান না সুদানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সুদানের সেনাপ্রধান এবং দেশটির কার্যত শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহান বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়েছেন, র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে একীভূত হবে না।

সুদানের সশস্ত্র বাহিনীর শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর মিডল ইস্ট মনিটরের।

সেনাপ্রধান বলেন, “যতই মূল্য দিতে হোক, আমি বিদ্রোহীদের পরাজিত করব, মর্যাদা রক্ষা করব এবং পুনর্মিলন প্রত্যাখ্যান করব।”

এটি এমন এক সময়ে এসেছে যখন দুই বছরেরও বেশি সময় ধরে সুদানে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। জাতিসংঘ এই সংঘর্ষকে “বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট” হিসেবে আখ্যায়িত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতি স্থাপন এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে।

সম্প্রতি সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা মাসাদ বুলোসের সঙ্গে আল-বুরহানের বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়।

তবে পূর্বের মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আরএসএফ তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে একটি “প্যারালাল সরকার” প্রতিষ্ঠা করেছে, যা সুদানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও সংঘর্ষের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপের জন্য চাপ বাড়াচ্ছে।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা