হোম > বিশ্ব

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন, ভূমিধসের আশঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন রাগাসা। ঝড়ের প্রভাবে এরইমধ্যে দেশটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন অঞ্চলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকিারি অফিস। খবর বিবিসির।

ফিলিপাইনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি দক্ষিণ চীনের দিক থেকে ধেয়ে আসবে। উত্তর-পশ্চিমে অগ্রসর হওয়ার সাথে সাথে ঝড়টি আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর মঙ্গলবার বিকেলের দিকে কম জনবহুল বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাইফুনের প্রভাবে এখানে দেখা দিতে পারে ভূমিধস।

রাজধানী ম্যানিলাসহ দেশটির ২৯টি প্রদেশে স্কুল এবং সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। টাইফুনের প্রভাবে ব্যাপক বন্যা ও ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ও বিপদজনক অঞ্চল থেকে স্থানীয়দের দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও এক সংবাদ সম্মেলনে বলেন, লুজনের মূল দ্বীপের উত্তরাঞ্চলে মারাত্মক বন্যা এবং ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি আজ রাত থেকেই সুপার টাইফুনের প্রভাব অনুভূত হবে। সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়বে মঙ্গলবার সকাল ৮টার দিকে।

লুজনের অন্যান্য এলাকায় তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, চীনের গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ বাসিন্দাদের বিপর্যয়কর এবং বড় আকারের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। হংকং কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার আবহাওয়া দ্রুত অবনতি হতে পারে।

এছাড়া রাগাসা তাইওয়ানে আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। তবে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা