ডেনমার্কের আকাশসীমায় ‘অজ্ঞাত’ ড্রোন দেখা যাওয়ায় দেশটির আলবর্গ বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়েছে। বাণিজ্যিক ও সামরিক বিমান চলাচলের জন্য এই বিমানবন্দরটি ব্যবহৃত হয়। খবর বিবিসির।
দেশটির দক্ষিণাঞ্চলের আরো তিনটি ছোট বিমানবন্দর এসবজের্গ, সোন্ডারবর্গ ও স্ক্রিডস্ট্রুপেও ড্রোন কার্যকলাপের খবর পাওয়া গেছে, তবে তা বন্ধ করা হয়নি।
এই সপ্তাহের শুরুতে দেশটির কোপেনহেগেন বিমানবন্দরও একই কারণে চার ঘণ্টা বন্ধ ছিল।
ডেনিশ পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটের দিকে আলবর্গ বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেগুলো টহল দেয়। ড্রোনগুলোর আলো জ্বালানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ড্রোনগুলো কে বা কারা নিয়ন্ত্রণ করছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, ‘আমরা এখনো ড্রোন উড়ানোর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারছি না। এর পিছনে কে রয়েছে সে সম্পর্কেও কিছু বলতে পারছি না।’
আলবর্গ বিমানবন্দর থেকে কমপক্ষে তিনটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
বিমানবন্দরে যাত্রী বা আশাপাশের এলাকার বাসিন্দাদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি আছে বলে মনে করছে না পুলিশ। তবে জনসাধারণকে এলাকা থেকে তাদের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
এসবজের্গ, সোন্ডারবর্গ এবং স্ক্রিডস্ট্রুপে ড্রোন দেখা যাওয়ার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তবে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানায় পুলিশ।
আরএ