সিরিয়ার কেন্দ্রীয় শহর হোমসের একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন। শুক্রবার একথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জরুরি ও অ্যাম্বুলেন্স পরিষেবা পরিচালক নাজিব আল-নাসান জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াদি আল-ধাহাব পাড়ার আল-খোদারি স্ট্রিটে ইমাম আলি ইবনে আবি তালিব মসজিদে এ বিস্ফোরণে হয়। নিরাপত্তা ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তাৎক্ষণিকভাবে এর দায় কেউ দায় স্বীকার করেনি।
এই বোমা হামলাকে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি অপরাধীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছে সিরিয়া সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘এই কাপুরুষোচিত কর্মকাণ্ড মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর নগ্ন হামলা। এর উদ্দেশ্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করা।’
আরএ