হোম > বিশ্ব

ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনি

রয়টার্স-ইপসোস জরিপ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে তার প্রতি সমর্থনের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সংবাদ সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। খবর আল জাজিরার।

জরিপের প্রতিবেদনে অনুযায়ী গত মে মাসে তার প্রতি অসন্তোষ জানায় ৫২ শতাংশ উত্তরদাতা। এরপর গত ছয় মাসে তার প্রতি সমর্থন আরো কমেছে। নভেম্বরে চালানো জরিপে ৫৮ শতাংশ উত্তরদাতা তার প্রতি অসন্তোষ জানান। আর তার প্রতি সমর্থন গত মে মাসের মতোই ৪০ শতাংশে রয়ে গেছে।

এই মাসে ছয় দিন ধরে পরিচালিত অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রজুড়ে এক হাজার ২০০ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। জরিপে তারা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে তাদের মতামত এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা কাকে ভোট দেয়ার পরিকল্পনা করছেন সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেন।

প্রতিবেদনে দেখা যায়, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের তুলনায় আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে বেশি উৎসাহী।

নিজেদের ডেমোক্র্যাট বলে পরিচয় দেয়া প্রায় ৪৪ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, তারা ২০২৬ সালের নির্বাচনে ভোট দেয়ার ব্যাপারে ‘খুব উৎসাহী, যেখানে রিপাবলিকানদের সংখ্যা ২৬ শতাংশ।

প্রায় ৭৯ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে আফসোস করবেন, যেখানে রিপাবলিকানদের সংখ্যা ৬৮ শতাংশ।

আগামী বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতেই ভোটগ্রহণ হবে, একইভাবে ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনের জন্যও ভোটগ্রহণ হবে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে।

আরএ

ইউক্রেনে কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৩

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে কেন রাজি করাতে পারছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে পেনি উৎপাদন

সরঞ্জাম সংকটে ব্যাহত আহত ফিলিস্তিনিদের চিকিৎসা

৪ সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

বন্যার ঝুঁকিতে গাজার ৯ লাখ বাস্তুচ্যুত মানুষ

গাজায় সেনা পাঠানোর বিষয়ে মার্কিন প্রস্তাবে চীন-রাশিয়ার আপত্তি

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি, ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি

জাপানের প্রধানমন্ত্রী প্রতিরাতে ঘুমান ২–৪ ঘণ্টা