সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের মত
ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ’ সতর্ক করে বলেছে, ভারতের নতুন সামরিক নীতি পারমাণবিক অস্ত্রধর দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলেছে। সিআইএসএসের দাবি, ভারতের নতুন সামরিক নীতির (নিউ নরমাল) লক্ষ্য সন্ত্রাসবাদ দমনের আড়ালে নেয়া উত্তেজনাপূর্ণ পদক্ষেপকে স্বাভাবিক করা এবং একতরফা সামরিক হামলাকে ন্যায্যতা দেয়া। খবর দ্য ডনের।
এক বিবৃতিতে থিঙ্ক ট্যাংকটি জানায়, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে ভারতীয় সেনাবাহিনী নিয়ে এই মূল্যায়ন তুলে ধরা হয়।
সিআইএসএসের প্রতিনিধিদের দাবি, ভারতের নতুন সামরিক নীতির (নিউ নরমাল) লক্ষ্য সন্ত্রাসবাদ দমনের আড়ালে নেয়া উত্তেজনাপূর্ণ পদক্ষেপকে স্বাভাবিক করা এবং একতরফা সামরিক হামলাকে ন্যায্যতা দেয়া। থিঙ্ক ট্যাঙ্কটি জানিয়েছে, ২০১৯ সাল থেকে ভারতের নীতির কেন্দ্রবিন্দুতে থাকা রয়েছে এই নিরাপত্তা মতবাদটি। তারা বলছে, উত্তেজনাপূর্ণ পদক্ষেপকে স্বাভাবিক করার বিষয়ে ভারতের নতুন নীতি পারমাণবিক শক্তিধর এশিয়াকে অস্থিতিশীল করছে।
সংলাপে অংশগ্রহণকারী পাকিস্তানি প্রতিনিধিরা, ভারতের নিজস্ব ভূখণ্ডে সহিংস ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করার যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। তাদের মতে, সামরিক হামলার অজুহাত হিসেবে এই ধরনের দাবিকে ব্যবহার করা হচ্ছে, যা স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।
প্রতিনিধিদল জানিয়েছে, পাকিস্তান ভবিষ্যতে যেকোনো ভারতীয় সামরিক পদক্ষেপের দ্রুত জবাব দিতে প্রস্তুত রয়েছে।
সংলাপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজের জাস্টিন বার্ক, অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের মাইক হিউজ, ইসলামাবাদে অস্ট্রেলিয়ান হাই কমিশনের কর্মকর্তারা এবং সিআইএসএসের নির্বাহী পরিচালক আলি সারওয়ার নকভি।
আরএ