হোম > বিশ্ব

জলবায়ু পরিবর্তনে পানি সংকটে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে ইউরোপজুড়ে। গত ২০ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর গবেষকরা জানিয়েছেন, মহাদেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সংরক্ষিত পানি দ্রুত কমে যাচ্ছে। স্পেন, ইতালি, পোল্যান্ড থেকে শুরু করে ব্রিটেনের কিছু অংশও এই সংকটের মধ্যে পড়েছে।

ওয়াটারশেড ইনভেস্টিগেশনস ও দ্য গার্ডিয়ানের সঙ্গে যৌথভাবে ইউসিএলের গবেষকরা ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংগ্রহ করা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করেন। পৃথিবীর মহাকর্ষীয় পরিবর্তন পরিমাপের মাধ্যমে তারা ভূগর্ভস্থ পানি, নদী–হ্রদ, মাটির আর্দ্রতা ও হিমবাহের ভর হ্রাস–বৃদ্ধি শনাক্ত করেন। এই পরিবর্তনের মাধ্যমেই মোট স্থলজ পানির প্রবণতা স্পষ্টভাবে ফুটে ওঠে।

গবেষণায় দেখা গেছে, ইউরোপের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষত স্ক্যান্ডিনেভিয়ার কিছু অংশ, ব্রিটেনের পশ্চিম এলাকা ও পর্তুগাল ক্রমেই আর্দ্র হয়ে উঠছে। বিপরীতে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও মধ্য ইউরোপের বৃহৎ অঞ্চল, যার মধ্যে রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, রোমানিয়া, ইউক্রেনসহ ব্রিটেনের পূর্বাঞ্চল—তা দ্রুত শুষ্ক হয়ে যাচ্ছে।

ইউসিএলের পানি সংকট ও ঝুঁকি কমানো বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, ‘স্থলজ পানি সঞ্চয়ের তথ্যকে জলবায়ুর ডেটার সঙ্গে তুলনা করলে দেখা যায়—দুটি প্রবণতাই প্রায় একই দিকে ইঙ্গিত করে। জলবায়ুর ভাঙন এখন তথ্যেই স্পষ্ট।’তার মতে, নির্গমন কমানোর প্রয়োজনীয়তা নিয়ে যেসব নীতিনির্ধারক এখনো প্রশ্ন তোলেন, এই গবেষণা তাদের জন্য শক্ত সতর্কবার্তা।

তিনি আরো বলেন, ‘আমরা আর কেবল তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার কথা বলছি না; বিশ্ব এখন সম্ভবত প্রাক-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি উষ্ণতার দিকে এগোচ্ছে, যার প্রভাব আমরা ইতোমধ্যে অনুভব করছি।’

গবেষণা দলের ডক্টোরাল গবেষক আরিফিন ভূগর্ভস্থ পানি ও মোট স্থলজ পানির প্রবণতার আলাদা বিশ্লেষণ করেন। তিনি দেখেছেন, তুলনামূলকভাবে স্থিতিশীল জলাধারের প্রবণতাও একই সংকটের ইঙ্গিত দেয়। তার গবেষণা বলছে, ইউরোপের অধিকাংশ সংরক্ষিত মিঠা পানির ভান্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ব্রিটেনে এক ধরনের দ্বিমুখী পরিস্থিতি দেখা গেছে—দেশটির পশ্চিমাঞ্চল আর্দ্র হলেও পূর্বাঞ্চল ক্রমাগত শুষ্ক হচ্ছে।

গবেষকরা সতর্ক করে বলেছেন, ইউরোপে পানি সংকট কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়—এটি এখন বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের তীব্রতা বাড়তে থাকলে এই সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে কৃষি, জলসম্পদ ব্যবস্থাপনা ও সামগ্রিক পরিবেশে।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা