হোম > বিশ্ব

পাকিস্তানে ৩ বাহিনীর সংশোধনী বিলে প্রেসিডেন্টের স্বাক্ষর

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহিত।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শনিবার (১৫ নভেম্বর) সংবিধানের ২৭তম সংশোধনীর অংশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন। সংশোধনী বিল ২০২৫ এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলো সেনাপ্রধানের মেয়াদ পুনর্নির্ধারণ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) পদ সৃষ্টি। প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী (সংশোধন) বিল ২০২৫, বিমান বাহিনী (সংশোধন) বিল ২০২৫ এবং নৌবাহিনী (সংশোধন) বিল ২০২৫ এখন সংবিধানের অংশ হয়ে গেছে।

সপ্তাহের শুরুতে জাতীয় পরিষদে কোনো করম বিতর্ক ছাড়াই পাস হয় বিল তিনটি। এই সংশোধনের মাধ্যমে সামরিক নেতৃত্ব কাঠামোতে ব্যাপক রদবদলের পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়াও ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের ভিত্তি তৈরি হয়েছে এই বিলে, যা ইতোমধ্যে বিরোধীদের কাছে তীব্র সমালোচিত হয়েছে।

বর্তমান আইন অনুযায়ী, পাকিস্তান আর্মি (সংশোধনী) বিল অনুযায়ী, সেনাবাহিনী প্রধান পাঁচ বছরের জন্য একইসঙ্গে চিফ অব দ্য ডিফেন্স ফোর্সেস হিসেবেও দায়িত্ব পালন করবেন। নতুন প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই ফিল্ড মার্শাল মুনিরের মেয়াদ নতুন করে গণনা শুরু হবে। এছাড়া পূর্বের সেনাবাহিনীর প্রধান শব্দটি প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং ‘চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি’ (CJCSC) শব্দটি ‘কমান্ডার অব দ্য ন্যাশনাল ‍স্ট্রাটেজিক কমান্ড প্রতিস্থাপিত হয়েছে । নতুন বিধানে প্রধানমন্ত্রী সিডিএফের সুপারিশে সেনাবাহিনীর জেনারেলদের মধ্য থেকে তিন বছরের জন্য CJCSC নিয়োগ বা পুনর্নিয়োগ করতে পারবেন। এবং প্রয়োজনে আরো তিন বছর পর্যন্ত বাড়াতে পারবেন। সম্ভব। এসব নিয়োগ বা মেয়াদ বৃদ্ধি আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।

এছাড়া উপ-সেনাপ্রধানকে নির্দিষ্ট ক্ষমতা অর্পণের বিধানও যুক্ত হয়েছে, আর বিমান ও নৌবাহিনীর আইনে সিজেসিএসসি পদ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।

পাকিস্তান এয়ার ফোর্স (সংশোধনী) বিল ২০২৫-এ ১৯৫৩ সালের আইনের ১০ডি, ১০ই ও ১০এফ ধারাগুলো বাতিল করা হয়েছে। এই ধারাগুলো বিমানবাহিনী প্রধানের সিজেসিসি হিসেবে নিয়োগ, মেয়াদ ও অবসর সংক্রান্ত বিধান ছিল। আইনের অন্যান্য অংশ থেকেও সিজেসিসি-সংক্রান্ত সব উল্লেখ বাদ দেওয়া হয়েছে।

একইভাবে পাকিস্তান নেভি (সংশোধনী) বিল ২০২৫-এ ১৪ডি, ১৪ই ও ১৪এফ ধারাগুলো বাতিল করা হয়েছে—যেগুলো নৌবাহিনী প্রধানের সিজেসিসি হিসেবে নিয়োগ ও মেয়াদ সংশ্লিষ্ট ছিল। আইনটির অন্যান্য অংশ থেকেও এ সংক্রান্ত উল্লেখ মুছে ফেলা হয়েছে।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা