হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় বন্যায় শিশুসহ ১৫ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। একই সঙ্গে আরেকটি বন্যাকবলিত গ্রামে নিখোঁজ আট শিশুর সন্ধান এখনো চলছে।

মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দূরবর্তী নদুগা অঞ্চলের দাল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। টানা ভারী বৃষ্টিতে নদীর পানি হঠাৎ বেড়ে যায় এবং আট থেকে ১৭ বছর বয়সী ১৫ জনকে ভাসিয়ে নিয়ে যায় বলে জানান স্থানীয় পুলিশ প্রধান আলফ্রেডো আগুস্তিনুস রুমবিয়াক।

তিনি আরও জানান, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের সন্ধান চলছে।

একই দিনে কাছের আরেকটি গ্রামেও অনুরূপ ঘটনা ঘটে, যেখানে নদী পার হওয়ার সময় পানি বেড়ে যাওয়ায় আরও আট শিশু ভেসে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে, পাপুয়ার বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে।

রুমবিয়াক বলেন, নদুগা অঞ্চলটি "রেড জোন" বা সংঘাতপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা আরও কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ পাপুয়া অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক বিতর্কিত ভোটের মাধ্যমে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আসে। তারপর থেকেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

যে স্থানে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে, সেখানেই ২০১৮ সালে একটি সেতু নির্মাণ প্রকল্পে নিযুক্ত কয়েক ডজন শ্রমিককে হত্যা করেছিল এক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এছাড়া ২০২৩ সালে নদুগা অঞ্চলে এক নিউজিল্যান্ডের পাইলটকে অপহরণ করা হয়েছিল, যাকে ১৯ মাস পর মুক্তি দেওয়া হয়।

পাকিস্তানে ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণের মজুদ আবিষ্কার

ফিলিপাইনে টাইফুন কালমেগিতে নিহত ৪০

যে অভিনব উপায়ে হাতি থেকে রক্ষা পাচ্ছে কেনিয়ার কৃষকেরা

লেবাননে ফিলিস্তিনি শিবিরে অভিযান নিয়ে উত্তেজনা

ভারতে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৫

ইলহান ওমরকে দেশ ছাড়তে বললেন ট্রাম্প

সুদান প্রসঙ্গে যা বললেন এরদোয়ান

অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের সমর্থন কেন পেলেন মামদানি

সুদানের যুদ্ধ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন