দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে ইসরাইল সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বৃহস্পতিবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর সিরিয়ায় ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
এসময় সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইসরাইল প্রতিবেশী সিরিয়ায় সামরিক বাহিনী মোতায়েনের জন্য দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।’
তার অভিযোগ, ‘ইসরাইল একটি আইন অমান্যকারী, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, অহংকারী এবং রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র।’
এরদোয়ান বলেন, প্রতিবেশি দেশগুলোর স্থিতিশীলতার জন্য সিরিয়ায় স্থিতিশীলতা প্রয়োজন।
তিনি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা নিপীড়ন এবং গণহত্যার মাধ্যমে একটি নিরাপদ ভবিষ্যৎ খুঁজছেন, তাদের মনে রাখা উচিৎ; তারা কেবল পথচারী, আমরাই সত্যিকার অর্থে এই ভূখণ্ডের মালিক।’
তুর্কি প্রেসিডেন্ট আরো জানান, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য, একক কাঠামো এবং বহুসাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই তুরস্কের মূল নীতি।
তিনি জানান, তুরস্ক কারো প্রতি কোন বিদ্বেষ পোষণ করে না, হিংসা বা শত্রুতাও করে না। তার দেশ কারো অধিকার, আইন বা সার্বভৌমত্ব লঙ্ঘন করে না। তুরস্ক শুধুমাত্র শান্তি চায়।
বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে।
আইডিএফ এর দাবি, দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণকে রক্ষায় এ হামলা চালানো হয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালানো সরকারি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের হামলায় সিরিয়ার তিন নেতৃস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন।
বিবিসি-র খবরে বলা হয়, দামেস্কে প্রতিরক্ষামন্ত্রণালয়ে হামলায় ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। ভবনটি আংশিক ধ্বংস হয়ে গেছে। ছবিতে ভবনের সামনে এবং রাস্তার চারপাশে ধ্বংসস্তুপ দেখা গেছে।
হামলার পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ইসরাইলের সামরিক এক কর্মকর্তা জানান, তাদের সেনাবাহিনী দামেস্কের একটি সামরিক সদরদপ্তরের প্রবেশপথে এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আরএ