হোম > বিশ্ব

ফিলিস্তিন সমস্যার সমাধানে জাতিসংঘে পাকিস্তানের নয় দফায় যা আছে

আমার দেশ অনলাইন

জাতিসংঘের সাধারণ পরিষদের ফিলিস্তিন প্রশ্নে বিতর্ক ও “ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান” প্রস্তাব গ্রহণের অধিবেশনে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত অসিম ইফতিখার আহমদ ফিলিস্তিন সংকট সমাধানে নয় দফা জাতীয় অগ্রাধিকার তুলে ধরেছেন। তিনি বলেন, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইন মেনে চললেই কেবল স্থায়ী শান্তির পথ তৈরি হতে পারে।

রাষ্ট্রদূত অসিম ইফতিখারের উপস্থাপিত অগ্রাধিকারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—

১. নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং শারম আল-শেইখে অর্জিত অগ্রগতিকে ধরে রেখে ফিলিস্তিনিদের নেতৃত্বে পুনর্গঠন ও প্রতিষ্ঠান-বিনির্মাণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া।

২. শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ভূমিকা নিশ্চিত করা এবং সাধারণ পরিষদের ম্যান্ডেট অনুযায়ী দুই-রাষ্ট্র সমাধানের ফলো-আপ জোরদার করা।

৩. যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে বাস্তবায়ন, কোনো একতরফা সামরিক পদক্ষেপ না নেওয়া, এবং গাজা থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার।

৪. আসন্ন শীত ও ব্যাপক ধ্বংসের প্রেক্ষাপটে গাজার জনগণের জন্য পূর্ণ মানবিক সহায়তা নিশ্চিত করা।

৫. কোনো ধরনের দখল, জোরপূর্বক বাস্তুচ্যুতি বা ভূমি বিভাজনের প্রচেষ্টা বন্ধ করা এবং গাজা ও পশ্চিম তীরের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা।

৬. সব ধরনের অবৈধ বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করা, বিশেষত আল-হারাম আল-শরিফ এলাকায় জনসংখ্যাগত বা আইনি পরিবর্তনের প্রচেষ্টা।

৭. ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহির আওতায় আনা।

৮. ফিলিস্তিনসহ সিরিয়া ও লেবাননের সমস্ত আরব ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান।

৯. একটি বিশ্বাসযোগ্য, সময়বদ্ধ রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা, যা প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ১৯৬৭-পূর্ব সীমান্তে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও সংলগ্ন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে।

সূত্র: জিও নিউজ

এসআর

বিধ্বস্ত গাজায় গণবিয়ে

‘২৫ বছর আগের চেয়ে বেশি চাঙা’ দাবির পর বৈঠকে দেড় ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলের দখলদারিত্ব অবৈধ

ভারত আকাশসীমা না দেওয়ায় সমুদ্রপথে শ্রীলঙ্কায় ত্রাণ পাঠালো পাকিস্তান

যে ১৯ দেশের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে যুদ্ধ করলে ইউরোপের পরাজয় নিশ্চিত: পুতিন

ইউরোপ যুদ্ধ করতে চাইলে প্রস্তুত রাশিয়াও: পুতিন

মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ বলানোর অভিযোগ

আইসিসির হেফাজতে লিবিয়ার যুদ্ধাপরাধী

ভারতকে পরাস্ত করে বিশ্বকে চমকে দিয়েছে পাকিস্তান বিমানবাহিনী